এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1052
10511. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
- ধ্বনিতত্ত্ব
- রূপতত্ত্ব
- বাক্যতত্ত্ব
- ছন্দতত্ত্ব
10512. কোন এটি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
- ধ্বনি
- কারক
- ছন্দ
- বাক্য
10513. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
- বাক্যতত্ত্বে
- রূপতত্ত্বে
- শব্দতত্ত্বে
- ধ্বনিতত্ত্বে
10514. ‘বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্ব
- ধ্বনিতত্ত্ব
- পদক্রম
- বাক্য প্রকরণ
10515. ব্যাকরণের ‘ধ্বনিতত্ত্ব’ অংশে আলোচিত হয় –
- বর্ণ সন্ধি
- ণত্ব বিধান
- ষত্ব বিধান
- শব্দ পদ
10516. সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
- শব্দতত্ত্ব
- ধ্বনিতত্ত্ব
- বাক্যতত্ত্ব
- অর্থতত্ত্ব
10517. সুনীতিকুমার রচিত বাংলা ব্যাকরণ
- রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা ব্যাকরণ
10518. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
- ধ্বনিমূল
- শব্দমূল
- রূপ
- রূপমূল
10519. উচ্চমধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
- ই
- ঈ
- ও
- এ
10520. কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
- ঘোষ ধ্বনি
- অঘোষ ধ্বনি
- অল্পপ্রাণ ধ্বনি
- মহাপ্রাণ ধ্বনি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1052"