এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1043
10421. কোনটি মিশ্র শব্দ?
- বাদশা-বেগম
- হেড-মৌলভী
- চন্দ্র-সূর্য
- চাকর-বাকর
10422. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
- প্রাচীন যুগ
- মধ্যযুগ
- অন্ধকার যুগ
- আধুনিক যুগ
10423. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
10424. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
- সাধুরীতি
- আঞ্চলিক কথ্য রীতি
- সাধু এবং চলিত উভয় রীতি
- চলিত রীতি
10425. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
- স্নাতক
- দারোগা
- কারখানা
- হারাম
10426. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
- শব্দ
- বাক্য
- পদ
- অক্ষর
10427. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
- ইংরেজী
- জাপানি
- ওলন্দাজ
- ফরাসি
10428. বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান-প্রদানে কোনটি অন্তরায় হতে পারে?
- যদি প্রত্যেকে আমরা আঞ্চলিক ভাষা পছন্দ করি
- প্রত্যেকে আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে
- আঞ্চলিক ভাষার ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ হলে
- আঞ্চলিক ভাষাকে তুচ্ছজ্ঞান করলে
10429. সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দ কোনগুলো?
- তৎসম শব্দ
- তদ্ভব শব্দ
- অর্ধ-তৎসম শব্দ
- দেশি শব্দ
10430. বাংলা ভাষা ও সাহিত্যের যুগবিভাগ কয়টি?
- ৩টি
- ৪টি
- ৫টি
- ৬টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-1 - এসএসসি-বাংলা-2-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1043"