এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-9-বৃষ্টি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1034
এসএসসি বাংলা | 10331. লোকজ ধারণা অনুযায়ী বিদ্যুৎ চমকানোকে কী বলা যায়?
- সুন্দরী রমনী
- মেঘের পাখি
- রূপসী পরি
- স্বপ্নের রাণী
10332. বৃষ্টি কবিতাটি শুরু এবং শেষ হয়েছে –
- শুরু হয়েছে প্রতীক্ষিত বৃষ্টির আগমন দিয়ে
- শেষ হয়েছে বৃষ্টির যশগাথা গেয়ে
- শেষ হয়েছে প্রকৃতির সাথে মানুষের রসসিক্ততা দিয়ে
A,C
10333. বৃষ্টি বর্ষার কী?
- সাথী
- সারথী
- প্রাণ
- মান
10334. ফররুখ আহমদ কর্মজীবনে প্রবেশ করেন কখন?
- অনার্স পরীক্ষা না দিয়েই
- অনার্সে ভর্তি হওয়ার পূর্বে
- অনার্স পাশ করার পর
- অনার্স পাশের বহু বছর পর
10335. নদীর ছলোছলো জলে ঝরে ঝরোঝরো শ্রাবণ ধারা। – পঙক্তিটি বৃষ্টি কবিতার যে দিকটির সাথে মিল প্রদর্শন করেছে –
- বৃষ্টির জলে নদীতে প্রাণের জোয়ার আসা
- বৃষ্টির জলের নদীকে শিহরিত করা
- বৃষ্টির জলের নদীতে অঝোরে ঝরে পড়া
- বৃষ্টির জলের নদীতে রুক্ষতার অবসান হওয়া
10336. কোথাকার ফাটলে বন্যা পূর্ণ জোয়ার নিয়ে আসে?
- মেঘের
- নদীর
- মাটির
- আকাশের
10337. আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে – পঙক্তিটি কীভাবে বৃষ্টি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ –
- বৃষ্টির জন্য প্রতীক্ষা প্রকাশ করছে বলে
- বৃষ্টির আগমনের আনন্দ প্রকাশ করছে বলে
- বৃষ্টির স্নিগ্ধ সৌন্দর্যকে প্রকাশ করছে বলে
- বৃষ্টির দিনের সংবেদনশীলতাকে প্রকাশ করেছে বলে
10338. অনাবৃষ্টির আকাশ – এর বিপরীত দৃশ্য অঙ্কিত হয়েছে –
- বৃষ্টি কবিতায়
- ঝর্ণার গান কবিতায়
- মুহূর্তের কবিতায়
10339. আসমানের কোন জিনিসকে কবি সাক্ষী মেনেছেন?
- তারা
- সূর্য
- চাঁদ
- ধূমকেতু
10340. বিদ্যুৎ-রূপসী পরির ধারণাটি কোন জাতীয়?
- বৈজ্ঞানিক
- কাল্পনিক
- কাব্যিক
- লোকজ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা বৃষ্টি মডেল টেস্ট - 1034"