এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-8-পল্লিজননী – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1024
10231. কে বিরহিণী পাখির বাচ্চা চুরি করেছে?
- রুগ্ন ছেলে
- করিম
- আজিজ
- কৃষাণ ছেলেরা
10232. ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?
- দুই
- তিন
- চার
- পাঁচ
10233. ওরে মুখপোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালি সাঁঝে। এখানে প্রকাশিত হয়েছে –
- মায়ের আদরমাখা শাসন
- শুধুই ক্ষোভ
- প্রশ্রয়ের সুর
10234. কহিতে কহিতে মুখখানি ভাসে বলতে কবি কাকে বুঝিয়েছেন?
- পল্লিজননীকে
- রুগ্ন ছেলেকে
- রহিম চাচাকে
- করিমকে
10235. ভাসা ভাসা যত কথা বলতে কবি কী বুঝিয়েছেন?
- নানারকম কথা
- নানা ঘটনার টুকরো স্মৃতি
- জলে ভেসে যাওয়ার কথা
- তুচ্ছ যত স্মৃতি
10236. জসীমউদদীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
- বিরামপুর
- রসুলপুর
- তাম্বুলখানা
- মালখানা
10237. পল্লিজননী কবিতায় কোনটি জমাট বাঁধার কথা বলা হয়েছে?
- বুনো মশকের গান
- জোনাকির গান
- হুতুমের গান
- কানাকুযোর গান
10238. অধ্যাপনা ছেড়ে দিয়ে জসীমউদদীন যোগদান করেন –
- সরকারি তথ্য ও প্রচার বিভাগে
- শিক্ষা মন্ত্রণালয়ে
- বাংলা একাডেমীতে
- বাংলাদেশ বেতারে
10239. মারে কত রাত আছে, কখন সকাল হবে! এ উক্তিতে প্রকাশ পেয়েছে রুগ্ন ছেলের –
- যন্ত্রণা
- আকাঙ্ক্ষা
- অস্থিরতা
- শখ
10240. সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কবি জসীমউদদীন লাভ করেন –
- জগত্তারিণী পদক
- নাসিরউদ্দীন স্বর্ণপদক
- একুশে পদক
- হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-8-পল্লিজননী - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1024"