এসএসসি বাংলা পদ্য-মানুষ । কুইজ মডেল টেস্ট অনুশীলন
9981. খোদার ঘরের সব দ্বার খোলা রাখার জন্য কবি কী চালাতে বলেছেন?
- দা-বটি
- অস্ত্র-শস্ত্র
- হাতুড়ি-শাবল
- মর্টার-মেশিনগান
9982. ভন্ড শব্দটির বিপরীত শ্বদ –
- টাউট
- অধম
- ভালো
- সাধু
9983. মানুষ কবিতার সাম্য হচ্ছে –
- মানুষের
- ধর্মের
- প্রার্থনালয়ের
9984. হাঁকিল শব্দের অর্থ কী?
- উচ্চৈঃস্বরে ডাকা
- আকুল হওয়া
- হঠাৎ তীব্র নিষেধ
- হেঁটে হেঁটে ডাকা
9985. মোল্লা সাহেবের আচরণে কোনটি বড় হয়ে উঠেছে?
- মানুষ
- ধর্ম
- বর্ণ
- গোত্র
9986. ছেলেবেলায় কাজী নজরুল যোগ দেন –
- যাত্রা গানের দলে
- পালা গানের দলে
- বাউল গানের দলে
- লেটোর গানের দলে
9987. সবার চেয়ে মানুষ বড় এ কথা কে বলে?
- মন্দিরের পুরোহিত
- মসজিদের মোল্লা
- ধর্ম
- সাধারণ মানুষ
9988. দুর্দিনের যাত্রী একটি –
- গল্প
- প্রবন্ধ
- কবিতা
- উপন্যাস
9989. হইয়া শব্দের চলিত রূপ কোনটি?
- হয়ে
- হবে
- হইবে
- হয়েছে
9990. আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু – এ বক্তব্যে প্রকাশ পেয়েছে –
- স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা
- ধর্মে মানুষের স্থান সবার ঊর্ধ্বে
- মোল্লার প্রতি ঘৃণা-বিদ্বেষ
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা পদ্য-মানুষ । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 999"