এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-4-প্রাণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 973
এসএসসি বাংলা | 9721. ধরায় প্রাণের খেলা কীরূপ?
- চিরঅম্লান
- চিরজাগরূক
- চিরঅশ্রুময়
- চিরতরঙ্গিত
9722. জগতের মানুষের মধ্যে অমরত্ব লাভের জন্য কী প্রয়োজন?
- টাকাপয়সা
- ঐশ্বরিক শক্তি
- রাজ ক্ষমতা
- দৃঢ় সংকল্প
9723. প্রাণ কবিতায় কবির আকুতি হচ্ছে –
- মানুষের মনে বেঁচে থাকা
- নিজের অস্তিত্বকে অম্লান রাখা
- আত্মিক প্রশান্তি লাভ
A,B
9724. নিচের কোন শব্দটি ধরা শব্দের সমার্থকরূপে নয়?
- পৃথিবী
- ধরিত্রী
- মেদিনী
- অন্তরীক্ষ
9725. পৃথিবী আমারে চায় – রেখো না বেঁধে আমায় – এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?
- মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
- তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই
- নব নব সংগীতের কুসুম ফুটাইফেলে দিয়ো ফুল
- যদি সে ফুল শুকায়”;}}
9726. ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
- নাটক
- উপন্যাস
- কাব্যগ্রন্থ
- আত্মজীবনী
9727. কবির বেঁচে থাকাটা আসলে –
- শারীরিকভাবে টিকে থাকা
- অশরীরী বেঁচে থাকা
- মরণের নামান্তর
- বেঁচে থাকা নয়
9728. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সৃষ্টিতে স্থান দিতে চান মানবজীবনের –
- সুখ
- দুঃখ
- ভালোবাসা
A,B
9729. কীর্তিমানের মৃত্যু নাই – এই পঙক্তির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?
- কপোতাক্ষ নদ
- প্রাণ
- অন্ধবধূ
- মানুষ
9730. প্রাণ কবিতায় কবি নব নব কী ফোটাতে চেয়েছেন –
- কুসুম
- গল্প
- কবিতা
- গান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা - 1 - পদ্য - 4 - প্রাণ - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 973"