এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-4-প্রাণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 965
9641. সংগীতের কুসুম বলতে কবি কী বুঝিয়েছেন?
- সৃষ্টির বৈচিত্র্য
- নিজের গান
- সংগীতের সুর
- গানের বৈচিত্র্য
9642. জীবন্ত হৃদয় বলতে বুঝানো হয়েছে –
- মানুষের হৃদয়
- পশুর হৃদয়
- পাখির হৃদয়
9643. কুসুম শব্দের অর্থ কী?
- ফল
- লতা
- সূর্য
- ফুল
9644. প্রাণ কবিতায় কবি কীসের কুসুম ফোটাতে চান?
- গানের
- কবিতার
- গল্পের
- ভালোবাসর
9645. রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য অবদান –
- বাংলা সাহিত্যকে বিশ্বসভায় পরিচিত করানো
- বিদেশি সাহিত্যের অনুবাদ চর্চা করা
- সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করা
- বাংলা কবিতায় নতুন ধারা সৃষ্টি করা
9646. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখার দক্ষ রূপকার হয়ে ওঠে –
- স্বীয় সাধনায়
- সৃজনশীলতায়
- আত্মপ্রচেষ্টায়
A,B,C
9647. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন –
- কবি ও কথাসাহিত্যিক
- দার্শনিক ও শিক্ষাবিদ
- সুরকার ও অভিনেতা
A,B,C
9648. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান?
- ১৭ বছর
- ১৮ বছর
- ১৯ বছর
- ২০ বছর
9649. প্রাণ কবিতায় পুষ্পিত কানন বলতে কবি বুঝিয়েছেন –
- সুন্দর বাগানকে
- মানুষের মনকে
- সমগ্র পৃথিবীকে
- বনাঞ্চলকে
9650. মানুষের সুখ-দুঃখ কবির রচনায় ঠিকভাবে ঠাঁই না পেলে সে রচনা হয়ে যাবে –
- অনাদৃত
- আদৃত
- সমালোচিত
- দুর্বল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-4-প্রাণ"