এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-2-কপোতাক্ষ-নদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 950
9491. যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি। এই পঙক্তির সাথে কবিমনের সংগতিপূর্ণ ভাবটি হলো –
- দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
- বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
- তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
- সতত হে নদ তুমি পড় মোর মনে
9492. কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি গ্রামটি কোন জেলার অন্তর্গত?
- যশোর
- কুষ্টিয়া
- সাতক্ষীরা
- খুলনা
9493. কবি কপোতাক্ষ নদ কবিতায় সাগরকে রাজা সম্বোধন করেছেন কেন?
- রাজার প্রাচুর্যের মতো আগরে অঢেল পানি আছে
- রাজার ক্ষমতার মতো সাগরেরও অনেক ক্ষমতা
- যেকোনো নদীর চেয়ে সাগর অনেক বড়
- সকল নদীর স্রোত সাগরের কাছে আত্মসমর্পণ করে
9494. সনেটে ষষ্টক হচ্ছে –
- প্রথম ছয় চরণের স্তবক
- মাঝের ছয় চরণের স্তবক
- শেষের ছয় চরণের স্তবক
- চৌদ্দ চরণের পরবর্তী ছয় চরণের স্তবক
9495. একান্ত নিরিবিলি বোঝাতে কপোতাক্ষ নদ কবিতায় কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
- ছলনে
- বিরলে
- যেমতি
- সতত
9496. সতত তোমার কথা ভাবি এ বিরলে – কবি কোন বিরলে বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন?
- সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে
- সুদূর জার্মানির বার্লিন নগরীতে
- ফ্রান্সের প্যারিস নগরীতে
- ইংল্যান্ডের ডাবলিন নগরীতে
9497. কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতার অষ্টক অংশের শেষ চরণ কোনটি?
- প্রজারূপে বারিরূপ সাগরেরে দিতে
- লইছে যে তব নাম বঙ্গের সংগীতেনাম তার
- এ প্রবাসে মজি প্রেম-ভাবেদুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
9498. মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যগ্রন্থ হলো –
- ব্রজাঙ্গনা কাব্য
- বীরাঙ্গনা কাব্য
- চতুর্দশপদী কবিতাবলি
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-2-কপোতাক্ষ-নদ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 950"