এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-2-কপোতাক্ষ-নদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 949
9481. কপোতাক্ষ নদের অন্তরালে অভিব্যক্ত হয়েছে কবির –
- দেশের প্রতি ভালোবাসা
- দেশের প্রতি মমত্ববোধ
- বাংলা ভাষার প্রতি ভালোবাসা
A,B
9482. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?
- মাইকেল মধুসূদন দত্ত
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বিহারীলাল চক্রবর্তী
9483. দুগ্ধস্রোতোরূপ বলতে কাকে বোঝানো হয়েছে?
- সাগরদাঁড়িকে
- বাংলা ভাষার মাধুর্যকে
- স্বদেশের প্রতি মমতাকে
- কপোতাক্ষ নদকে
9484. কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে –
- ভ্রান্তির চলনা
- নিশার স্বপন
- বঙ্গের সংগীত
- মায়ামন্ত্র ধ্বনি
9485. হিন্দু কলেজে অধ্যয়নকালে মাইকেল মধুসূদন দত্তের কোন ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ জন্মেছিল?
- স্পেনিশ ভাষা ও সাহিত্য
- ইংরেজী ভাষা ও সাহিত্য
- ফরাসি ভাষা ও সাহিত্য
- ফারসি ভাষা ও সাহিত্য
9486. অষ্টক কাকে বলে?
- চতুর্দশপদী কবিতার পরবর্তী আট চরণের স্তবককে
- চতুর্দশপদী কবিতার প্রথম ছয় চরণের স্তবককে
- চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে
- চতুর্দশপদী কবিতার পরবর্তী ছয় চরণের স্তবককে
9487. নিরিবিলি বোঝাতে কবি কপোতাক্ষ নদ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?
- মন্ত্রধ্বনি
- বিরলে
- ছলনে
- সখা-রীতে
9488. সতত তোমার কথা বাবি এ বিরলে – কবি কার কথা বলেছেন?
- কপোতাক্ষ নদ
- সাগরদাঁড়ি গ্রাম
- মাতৃভূমি
- বঙ্গজ জন
9489. সতত, হে নদ, তুমি পড় মোর মনে – এ চরণের সাথে ভাবগত মিল আছে কোন চরণের?
- বাংলার নদী কী শোভাশালিনী
- মেঘনা নদীর নেয়ে আমি মেঘনা পাড়ের ছেলে
- ও নদীরে একটি শুধাই শুধু তোমারে
- গহীন গাঙ্গে নাও ভাসাইলাম আল্লাজির নাম লইয়া
9490. মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
- 1824
- 1842
- 1873
- 1837
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-2-কপোতাক্ষ-নদ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 949"