এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-17-অভাগীর-স্বর্গ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 912
9111. ইন্দ্রজাল বলতে বোঝায় –
- স্বল্পবিদ্যাকে
- মানুষকে আয়ত্তে আনার বিদ্যাকে
- জাদুবিদ্যাকে
9112. ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে ত! – অধর কাকে এ কথা বলেছিল?
- দারোয়ানকে
- পাঁড়েকে
- চৌকিদারকে
- কর্মচারীকে
9113. অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দু:খ ঘুচিবে। – এরূপ আশা হওয়ার কারণ কী?
9114. বর্ষীয়সী কী জাতীয় শব্দ?
- স্ত্রীবাচক
- পুরুষবাচক
- নিত্যস্ত্রীবাচক
- নিত্য পুরুষবাচ
9115. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে ভাগ্যের সন্ধানে বার্মায় যান?
- 1903
- 1917
- 1929
- 1926
9116. কাঙালীর মা কখন মারা যায়?
- ভোরে
- দুপুরে
- বিকেলে
- রাতে
9117. রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল – কেন?
- কৃতকর্ম স্মরণ করে
- স্ত্রী মারা যাচ্ছে বলে
- নিজেকে নগণ্য ভাবায়
- বিন্দির পিসীর কথায়
9118. ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে – এ কথায় ফুটে উঠেছে –
- জাতি বৈষম্য
- ধনী-দরিদ্র বৈষম্য
- হীন মানসিকতা
- আভিজাত্যের অহমিকা
9119. মহেশ গল্পটির লেখক কে?
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- প্রমথ চৌধুরী
9120. কাঙালরি মা চোখের জল মুছতে মুছতে কোথায় গিয়ে উপস্থিত হলো?
- শ্মশানে
- বাজারে
- বাড়িতে
- মন্দিরে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-17-অভাগীর-স্বর্গ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 912"