এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-17-অভাগীর-স্বর্গ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 911
9101. ১৫ সেপ্টেম্বর ও ১৬ জানুয়ারির সাথে শরৎচন্দ্রের সাদৃশ্য রয়েছে –
- জন্ম ও মৃত্যুতে
- জন্ম ও বিবাহে
- বিবাহ ও মৃত্যুতে
- মৃত্যু ও বার্মায় গমনে
9102. গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না – এ বক্তব্যে প্রকাশ পেয়েছে –
- অহংকার
- কঠোরতা
- দেমাগ
- নিষ্ঠুরতা
9103. লেখক কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী বলতে নিচের কোনটিকে বুঝিয়েছেন?
- দুলে
- টোটকা
- গেঁটে কড়ি
- শশব্যস্ত
9104. অভাগীর ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীকে সৌভাগ্যবতী মনে মনে হলো, কারণ তিনি মৃত্যুর পর –
- পুত্রের হাতের আগুন পেয়েছেন
- স্বামীর পায়ের ধুলো পেয়েছেন
- রথে চড়ে স্বর্গারোহণ করেছেন
A,B,C
9105. অসুখের সময় অভাগীকে যারা দেখতে এসেছিল তাদের সে তার কোন অভিলাষ ব্যক্ত করেছে?
- পুত্রের হাতের আগুন পাওয়ার
- সুচিকিৎসা পাওয়ার
- রসিক দুলেকে দেখতে চাওয়ার
- দামি শাড়ি পরতে চাওয়ার
9106. হিন্দু স্ত্রীলোকের মৃত্যুর পর সৎকারের পূর্বে দেওয়া হয় –
- দুপায়ে আলতা
- মাথার সিঁদুর
- নতুন উত্তরীয়
A,B
9107. অভাগী রসিক দুলের পায়ের ধুলা চাইল কেন?
- স্বর্গবাসী হওয়ার জন্য
- পবিত্র হওয়ার জন্য
- শ্রদ্ধাবশত
- কোনো কারণ ছাড়াই
9108. ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করছেন কোনটির?
- বিয়ের
- অন্ত্যেষ্টিক্রিয়ার
- শ্রাদ্ধের
- পূজার
9109. প্রতিবেশীরা অভাগীর চিকিৎসার ব্যাপারে যে যে নিয়ম বলেছিল –
- গাছের শিকড় মধু মিশিয়ে খাওয়ায়
- হরিণের শিঙ-ঘষা জল খাওয়ায়
- গেঁটে-কড়ি পুড়ে মধু মিশিয়ে চাটা
B,C
9110. শশক শব্দের অর্থ কোনটি?
- কচ্ছপ
- বেজি
- বিড়াল
- খরগোশ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-17-অভাগীর-স্বর্গ - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 911"