এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-11-উপেক্ষিত-শক্তির-উদ্বোধন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 747
7461. কাজী নজরুল ইসলামের মতে, ভদ্রদের শক্তি নাই –
- কর্মক্ষেত্রে নেমে কাজ করার
- আত্মনির্ভরশীল হওয়ার
- যুগোপযোগী শিক্ষার
- ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের
7462. উপেক্ষিত শক্তির হাত ধরে কাজী নজরুল ইসলাম কী করতে চেয়েছেন?
- পৃথিবীকে ভেঙে দিতে
- পৃথিবকে গড়ে তুলতে
- পৃথিবীর মানুষদের শান্তি দিতে
- বোধন বাঁশিতে সুর দিতে
7463. কাজী নজরুল ইসলাম কাদের হাত ধরতে আহবান করেছেন?
- নেতৃত্বদানকারীদের
- উপেক্ষিত ভাইদের
- প্রতারকদের
- যারা হাতে অস্ত্র নিয়ে আছে তাদের
7464. উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোটলোক হচ্ছে –
- উপেক্ষিত শক্তি
- দশ আনা শক্তি
- অসহায় শক্তি
A,B
7465. কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?
- 1204
- 1304
- 1206
- 1306
7466. কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
- চুরুলিয়া
- জোড়াসাঁকো
- কাজির শিমলা
- আসানসোল
7467. কাজী নজরুল ইসলামের রচিত গানের বিখ্যাত সংকলনটি হচ্ছে –
- মরুভাস্কর
- লাঙল
- ধূমকেতু
- বুলবুল
7468. নজরুল ইসলামের সাহিত্য জীবন শুরু হয় কোথায়?
- পশ্চিমবঙ্গ
- করাচি
- ঢাকা
- মাদ্রাজ
7469. ভদ্র সমাজের দেশ উন্নয়নের ভাবনা পরিণতি পায় কিসে?
- কথাতে
- পরিকল্পনায়
- আয়োজনে
- বুদ্ধিতে
7470. নজরুলের মতে, আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না কেন?
- বিত্তবানদের ষড়যন্ত্রের কারণে
- ছোটলোকদেরকে উপেক্ষার কারণে
- ক্ষমতাশীলদের স্বার্থপরতার কারণে
- কিছু লোকের নিষ্ক্রিয়তার কারণে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-11-উপেক্ষিত-শক্তির-উদ্বোধন - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 747"