এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-10-বনফুল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 732
7311. খানিকক্ষণ চেয়ে থেকে কবি কী করলেন?
- নিমের একটি পাতা ছিড়লেন
- নিমের একটু ছাল মুখে দিলেন
- মুগ্ধতা নিয়ে চলে গেলেন
- গাছকে জড়িয়ে ধরলেন
7312. নিমের ডাল চিবানোর মধ্যে কী উপকারিতা আছে?
- চোখ ভালো থাকে
- দাঁত ভালো থাকে
- মুখগহবর ভালো থাকে
- গলা ভালো থাকে
7313. যিনি কবিতা লেখেন তাকে কী বলে?
- কবিরাজ
- চিকিৎসক
- সাহিত্যিক
- কবি
7314. কবিকে নিমগাছের ভালো লাগার কারণ কী?
- কবি নিমগাছটির সঠিক মূল্যায়ন করেছেন
- নিমগাছটি রূপবতী
- নিমগাছটি বসতবাড়িতে থাকতে চায় না
- নিমগাছ উপকারী বৃক্ষ
7315. নিমগাছ গল্পে নিমগাছটিকে কী অর্থে ব্যবহার করা হয়েছে?
- তাৎপর্যপূর্ণ অর্থে
- রূপকার্থে
- ভিন্নার্থে
- প্রশংসার্থে
7316. কবির মুগ্ধতার কারণ হলো –
- উন্নত ব্যক্তিত্ব
- নিমগাছের রূপ
- নিগমাছের গুণ
7317. বনফুল কী উপাধি লাভ করেন?
- নাইট
- পদ্মভূষণ
- লিটল মাস্টার
- ভারতগর্ব
7318. কত সালে বনফুল ম্যাট্রিক পাস করেন?
- 1916
- 1917
- 1918
- 1919
7319. কোন পত্রিকায় ব্যঙ্গ-কবিতা ও প্যারডি লিখে বনফুল সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন?
- বঙ্গদর্শন
- সবুজপত্র
- শনিবারের চিঠি
- প্রবাসী
7320. নিম কোন ধরনের বৃক্ষ?
- ফলজ বৃক্ষ
- বনজ বৃক্ষ
- ঔষধি বৃক্ষ
- পবিত্র বৃক্ষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-10-বনফুল - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 732"