খাদ্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 656
6551. কোন ধরনের প্রাণীরা সেলুলোজ হজম সক্ষম?
- মানুষ
- গৃহপালিত প্রাণী
- বাঘ
- গবাদিপশু
6552. মূল বর্ধনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান কোনটি?
- নাইট্রোজেন
- ক্যালসিয়াম
- ফসফরাস
- অক্সিজেন
6553. ভিটামিন – এর বাংলা প্রতিশব্দ কী?
- খাদ্য সার
- খাদ্য মূল
- খাদ্যপ্রাণ
- খাদ্যরস
6554. দাঁতের অংশ –
- মুকুট
- মুল
- গ্রিবা
A,B,C
6555. কোনটি ছাড়া দেহাভ্যন্তরে কোন রাসায়নিক ক্রিয়া চলতে পারে না?
- এনজাইম
- হরমোন
- পানি
- ভিটামিন
6556. কোন পদার্থটি খাদ্য সংরক্ষণে অনুমোদিতভাবে ব্যবহার করা হয়?
- ডিডিটি
- ক্যালসিয়াম এপারনেট
- সোডিয়াম বাই কার্বনেট
- ক্যালসিয়াম কার্বনেট
6557. উদ্ভিদে কয়টি অজৈব উপাদান সনাক্ত করা হয়েছে?
- ৫০টি
- ৬০টি
- ৮০টি
- ৭০টি
6558. ক্লোরিনের উৎস কোনটি?
- মাংস
- কলিজা
- কঁচুশাক
- ঢেঁড়স
6559. প্রাণীর স্নেহ খাদ্য হলো –
- সয়াবিন তেল ও চর্বি
- চর্বি ও ঘি
- ঘি ও ডালডা
B,C
6560. নিচের কোনটির অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে?
- ফসফরাস
- নাইট্রোজেন
- পটাসিয়াম
- ক্যালসিয়াম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "খাদ্য - এসএসসি-জীববিজ্ঞান-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 656"