জীবনীশক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 650
6491. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 বিজারণের প্রয়োজনীয় H+ আসে –
- গ্লুকোজ
- পানি
- আলো
- ক্লোরোফিল
6492. উক্ত প্রক্রিয়ায় উৎপন্ন কোন গ্যাসের চাপে পাউরুটি ফুলে যায়?
- O2
- CO2
- H2O
- C2H5OH
6493. উপরোক্ত প্রক্রিয়ায় –
- C3H4O3 সম্পূর্ণ জারিত হয়
- C2H5OH উৎপন্ন হয়
- সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়
B,C
6494. জীবের শক্তি প্রয়োজন হতে পারে –
- জৈব সংশ্লেষণে
- খাদ্য প্রস্তুত করতে
- পরিবহন ও বিপাকীয় কাজে
A,C
6495. পত্রঝরা উদ্ভিদে শীতকালে পাতা ঝরে যায়। এ গাছগুলো বেঁচে থাকার জন্য ব্যবহার করে –
- সূর্যের আলো
- মাটির পুষ্টি
- সঞ্চিত খাবার
6496. শ্বসন ক্রিয়ার হার মন্থর কোথায়?
- ফুল ও পাতার কুড়িতে
- অঙ্কুরিত বীজে
- মূল ও কান্ডে
- মূলত ও কান্ডের অগ্রভাগে
6497. অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাতে –
- শ্বসনিক বস্তুর আংশিক জারণ হয়
- ল্যাকটিক এসিড উৎপন্ন হয়
- বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়
A,B
6498. C4 চক্র পরিচালিত হয় কোন উদ্ভিদে?
- মুথা ঘাস
- আম গাছ
- জাম গাছ
- সাইকাস
6499. সাধারণত তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে শ্বসন ক্রিয়া কত সময়ে ঘটে?
- ১২ ঘন্টা
- ২০ ঘন্টা
- ২৪ ঘন্টা
- ৮ ঘন্টা
6500. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় –
- H2O
- CO2
- O2
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনীশক্তি - এসএসসি-জীববিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 650"