জীবনীশক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 647
6461. ক্রেবস চক্রে মোট উৎপাদিত ATP এর পরিমাণ –
- ১৮টি
- ২২টি
- ২০টি
- ২৪টি
6462. ১ অণু NADH2 = ?
- ২ অণু ATP
- ২ অণু ATP
- ৪ অণু ATP
- ৫ অণু ATP
6463. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবকের ক্ষেত্রে বলা যায় –
- কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোকসংশ্রেষণ চলতে পারে না
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে
- ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম
A,B,C
6464. আলোকশক্তি গ্রহণে সক্ষম –
- প্লাস্টিড
- ক্লোরোফিল
- জ্যান্থোফিল
- ফাইকোবিলিন
6465. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
- মাইটোকন্ড্রিয়ায়
- সাইটোপ্লাজমে
- লিপিড
- কোষহ্বরে
6466. C4 গতিপথের আর এক নাম কী?
- ক্যালভিন চক্র
- বেনসন চক্র
- ক্রেব চক্র
- হ্যাচ ও স্ল্যাক চক্র
6467. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
- উৎসেচক
- আলো
- পানি
- তাপমাত্রা
6468. রুটির ভিতরের ফাঁপার জন্য দায়ী কোনটি?
- N2
- CO2
- O2
- CH4
6469. সবাত শ্বসনের চতুর্থ ধাপ কোনটি?
- অ্যাসিটাইল-কো
- ক্রেবসচক্র
- ইলেকট্রন প্রবাহতন্ত্র
- গ্লাইকোলাইসিস
6470. জীবনীশক্তি কোনটি?
- NADPH
- ATP
- NA2DP
- PND
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনীশক্তি - এসএসসি-জীববিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 647"