জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 614
6131.জীবকোষ ও টিস্যু | হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলো হলো-
- থাইরয়েড
- আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস
- সপ্রারেনাল
A,B,C
6132. উদ্ভিদ টিস্যু কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
6133. প্রাণিটিস্যু প্রধানত কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
6134. উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি?
- মাইটোকন্ড্রিয়া
- প্লাস্টিড
- গলজি বডি
- নিউক্লিয়াস
6135. কলামনার আবরণী টিস্যুর কাজ কী?
- ছাঁকন
- পরিবহন
- রোগ প্রতিরোধ
- ক্ষরণ ও রক্ষণ
6136. পুরু প্রাচীরযুক্ত প্যারেনকাইমা নিচের কোনটিতে পাওয়া যায়?
- প্রাইমারি জাইলেম
- সেকেন্ডারি জাইলেম
- ট্রাকিড
- ভেসেল
6137. পরিপাক এনজাইমগুলো একটি পর্দা দ্বারা আবৃত থাকে কোন অঙ্গাণুতে?
- মাইটোকন্ড্রিয়ায়
- গলজি বস্তুতে
- রাইবোজোমে
- লাইসোজোমে
6138. সীভনলের অণুপ্রস্থ প্রাচীরটির রন্ধ্রগুলো শীতকালে কি জমা হয়ে ছোট হয়ে যায়?
- প্যাকটি
- লিগনিন
- ক্যালোজ
- সুক্রোজ
6139. কোষ রসের উপাদান হলো-
- অজৈব লবণ ও জৈব এসিডআমিষ
- শর্করা ও চর্বি জাতীয় পদার্থরঞ্জক পদার্থ ও পানি
A,B,C
6140. উদ্ভিদের বেঁচে থাকায় ফ্লোয়েম টিস্যু কীভাবে সাহায্য করে?
- খাদ্যের কাঁচামাল পরিবহন করে
- পাতায় প্রস্তুত খাধ্য দেহে সরবরাহ করে
- খাদ্য সঞ্চয় করে
- যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে
জীবকোষ ও টিস্যু | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবকোষ ও টিস্যু - এসএসসি জীববিজ্ঞান"