জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 612
6111. উদ্ভিদকোষে প্লোরোপ্লাস্ট প্রয়োজন হয় কেন?
- খাদ্য সঞ্চয়ে
- রঞ্জক পদার্থ সংশ্লেষণে
- শর্করা জাতীয় খাদ্য তৈরিতে
- ফুলকে রঙিন করতে
6112. কোষের পাওয়ার হাউজে-
- গ্লাইকোলাইসিস ঘটে
- ক্রিস্টি ও অক্সিজোম থাকে
- ক্রেবস চক্র সম্পন্ন হয়
B,C
6113. কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
- কোষ প্রাচীর অসমভাবে পুরু
- কোষগুলো অধিক পুরু
- কোষগুলো লম্বাটে ও সজিব
A,B,C
6114. কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু কয়ভাগে বিভক্ত?
- 2
- 3
- 4
- 5
6115. জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?
- কোষ
- টিস্যু
- নিউক্লিয়াস
- নিউক্লিওলাস
6116. কলামনার আবরণী টিস্যুর আকৃতি কেমন?
- স্তম্ভাকৃতি
- আঁইশাকার
- ঘনাকার
- বেলনাকার
6117. কোষের আকৃতি, প্রাণিদেহে অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কয় প্রকার?
- 2
- 3
- 4
- 5
6118. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কোনটি?
- শ্বাসকার্যে সাহায্য করা
- শ্বসনকার্যে সাহায্য করা
- প্রোটিন তৈরি করা
- সালোকসংশ্লেষণে সাহায্য করা
6119. শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ কয়টি?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
6120. ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষের সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিস্যুকে কয়ভাগে ভাগ করা যায়?
- ২ ভাগে
- ৩ ভাগে
- ৪ ভাগে
- ৫ ভাগে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-কোষ-ও-টিস্যু - এসএসসি-জীববিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 612"