জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 607
6061. কোন অঙ্গটি পরিপাকতন্ত্রের অন্তর্ভূক্ত?
- রেক্টাম
- বৃক্ক
- মূত্রথলি
- মূত্রণালি
6062. হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কোন যৌগ গঠন করে?
- হিমো-অক্সিগ্লোবিন
- অক্সি-গ্লোবিন
- অক্সি-হিমোগ্লোবিন
- কার্বক্সি হিমোগ্লোবিন
6063. গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে উন্নত কোনটি?
- সাইকাস
- পাইনাস
- নিটাম
- উপরোক্ত কোনটিই নয়
6064. জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলো-
- খাদ্য তৈরি করে
- খাদ্য সঞ্চয় করে
- পানি পরিবহন করে
B,C
6065. কোন পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো?
- হৃদপেশি
- মুখ মন্ডলের পেশি
- পৌস্টিক নালির পেশি
- কোনটিই নয়
6066. কোষঝিল্লী দ্বারা পানি ও খনিজ পদার্থ নিয়ন্ত্রিত হয় কেন?
- অর্ধ বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায়
- ভেদ্য পর্দা হওয়ায়
- বৈষম্য ভেদ্য পর্দা হওয়ায়
- অভেদ্য পর্দা হওয়ায়
6067. রক্ত কী?
- তরল যোজক কলা
- স্কেলিটাল যোজক কলা
- স্কোয়ামাস যোজক কলা
- ফাইব্রাস যোজক কলা
6068. হৃদপেশির বৈশিষ্ট্য-
- 1ntercalated disk থাকে
- শাখান্বিত নয়
- সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়
A,C
6069. কলামনার আবরণী টিস্যুর কাজ হলৌ-
- ক্ষরণ
- রক্ষণ
- শোষণ
A,B,C
6070. আমাদের নড়াচড়ায় সাহায্য করে কোনটি?
- স্নায়ুকোষ
- পেশিকোষ
- যকৃৎকোষ
- রক্তকোষ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-কোষ-ও-টিস্যু - এসএসসি-জীববিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 607"