জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 605
SSC-জীববিজ্ঞান মডেল টেস্ট | 6041. মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কোনটি?
- শ্বাসকার্যে সাহায্য করা
- শ্বসনকার্যে সাহায্য করা
- প্রোটিন তৈরি করা
- সালোকসংশ্লেষণে সাহায্য করা
6042. শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ কয়টি?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
6043. ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষের সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল টিস্যুকে কয়ভাগে ভাগ করা যায়?
- ২ ভাগে
- ৩ ভাগে
- ৪ ভাগে
- ৫ ভাগে
6044. হাইড্রার এন্ডোডার্মের আবরণী টিস্যুগুলো কী ধরনের?
- সিলিয়াযুক্ত
- ফ্লাজেলাযুক্ত
- ক্ষণপদ বিহীন
- জনন কোষের
6045. উক্ত জীবের কোষে-
- নিউক্লিয়ার পর্দা নেই
- মাইটোকন্ড্রিয়া উপস্থিত
- প্লাস্টিড অনুপস্থিত
A,C
6046. নিচের কোনটি অনুপস্থিত বলে নিউরন বিভাজিত হয় না?
- মাইটোকন্ড্রিয়া
- গলজি বস্তু
- রাইবোসোম
- সক্রিয় সেন্ট্রিওল
6047. মানবদেহে কয় ধরনের রক্তকোষ রয়েছে?
- এক
- দুই
- তিন
- চার
6048. কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু কত প্রকার?
- ১ প্রকার
- ২ প্রকার
- ৩ প্রকার
- ৪ প্রকার
6049. মায়োফাইব্রিল কোন কোষে থাকে?
- পেশিকোষে
- স্নায়ুকোষে
- তরুণাস্থি কোষে
- অস্থি কোষে
6050. মাইটোকন্ডিোয়ার আবিষ্কারক কে?
- বিজ্ঞানী রবার্ট ব্রাউন
- বিজ্ঞানী শিম্পার
- বিজ্ঞানী বেনডা
- বিজ্ঞানী অল্টম্যান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC-জীববিজ্ঞান মডেল টেস্ট - 605"