জীব-কোষ-ও-টিস্যু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 604
6031. কোষ ঝিল্লির কাজ হলো-
- পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ
- পার্শবর্তী কোষকে আলাদা রাখা
- কোষকে দৃঢ়তা দান
A,B
6032. আদি কোষের ক্ষেত্রে সঠিক-
- কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না
- নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে
- অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়
A,B
6033. একটা আদর্শ নিউরনে কয়টা অংশ থাকে?
- একটা
- দুইটা
- তিনটা
- পাঁচটা
6034. উদ্ভিদকোষে প্লোরোপ্লাস্ট প্রয়োজন হয় কেন?
- খাদ্য সঞ্চয়ে
- রঞ্জক পদার্থ সংশ্লেষণে
- শর্করা জাতীয় খাদ্য তৈরিতে
- ফুলকে রঙিন করতে
6035. কোষের পাওয়ার হাউজে-
- গ্লাইকোলাইসিস ঘটে
- ক্রিস্টি ও অক্সিজোম থাকে
- ক্রেবস চক্র সম্পন্ন হয়
B,C
6036. কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো-
- কোষ প্রাচীর অসমভাবে পুরু
- কোষগুলো অধিক পুরু
- কোষগুলো লম্বাটে ও সজিব
A,B,C
6037. কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু কয়ভাগে বিভক্ত?
- 2
- 3
- 4
- 5
6038. জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?
- কোষ
- টিস্যু
- নিউক্লিয়াস
- নিউক্লিওলাস
6039. কলামনার আবরণী টিস্যুর আকৃতি কেমন?
- স্তম্ভাকৃতি
- আঁইশাকার
- ঘনাকার
- বেলনাকার
6040. কোষের আকৃতি, প্রাণিদেহে অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কয় প্রকার?
- 2
- 3
- 4
- 5
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-কোষ-ও-টিস্যু - এসএসসি-জীববিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 604"