জীবের পরিবেশ – এসএসসি জীববিজ্ঞান । কুইজ মডেল টেস্ট অনুশীলন
5791. কোনটি প্রথম স্তরের খাদক?
- মশার শূককীট
- ব্যাঙ
- ছোট মাছ
- জলজ শৈবাল
5792. সবুজ উদ্ভিদ দিবাভাগে শ্বসন দ্বারা কোন গ্যাস ত্যাগ করে?
- H2
- N2
- CO2
- O2
5793. খাদ্য শক্তির প্রবাহকে একসাথে কী বলে?
- খাদ্যজাল
- খাদ্য শিকল
- শক্তির পিরামিড
- শক্তির প্রবাহ
5794. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদ থেকে কী পেয়ে থাকে?
- শর্করা
- ক্যালসিয়াম
- জিঙ্ক
- নাইট্রোজেন
5795. ত্রিকোণাকার ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কী বলে?
- ত্রিভূজ
- স্টোন হেঞ্জ
- পিরামিড
- ব্লক
5796. সকল প্রাণীর বর্জ্য পদার্থ কোথায় মিশে?
- বায়ুতে
- মাটিতে
- পানিতে
- পরিবেশে
5797. জলভাগের বাস্তুতন্ত্র কাছে থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী কোনটি?
- পুকুর
- নদী
- সাগর
- অ্যাকুরিয়াম
5798. ধনাত্মক আন্তঃক্রিয়ার ফলে –
- জীবদ্বয়ের একটি বা উভয়েই ক্ষতিগ্রস্ত হয়
- দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে
- একে তিনভাগে ভাগ করা যায়
A,C
5799. কোনটির মাধ্যমে জীবের বংশগতীয় বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়?
- মাইটোকন্ড্রিয়া
- নিউক্লিয়াস
- জীন
- রাইবোজোম
5800. পাখিদের প্রধান খাদ্য কী?
- কীটপতঙ্গ
- গম
- পেয়ারা
- ঘান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের পরিবেশ - এসএসসি জীববিজ্ঞান । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 580"