জীবের-বংশগতি-ও-বিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 565
5641. ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় কোন ধরনের বিভাজন ঘটে?
- মাইটোসিস
- অ্যামাইটোসিস
- দ্বিবিভাজন
- মিয়োসিস
5642. মিস প্রিয়ার ক্রোমোজোম কোনটি?
- XY
- XXY
- XX
- YY
5643. Plysical basis of heredity বলা হয় কাকে?
- জিন
- ক্রোমোজোম
- DNA
- লোকাস
5644. বাবা-মা উভয় থেকে থ্যালাসেমিয়া জিন পেলে তাকে কী বলে?
- মেজর থ্যালাসেমিয়া
- মাইনর থ্যালাসেমিয়া
- α থ্যালাসেমিয়া
- β থ্যালাসেমিয়া
5645. থ্যালাসেমিয়া মেজর রোগীদের কত বছর বয়সে মৃত্যুর ঝুঁকি থাকে?
- ১০-১৫ বছর
- ১৫-২০ বছর
- ২০-৩০ বছর
- ২৫-২৮ বছর
5646. বিটা (β) থ্যালাসেমিয়ার অন্য নাম কী?
- মেজর থ্যালাসেমিয়া
- কুলির থ্যালাসেমিয়া
- মাইনর থ্যালাসেমিয়া
- আলফা (α) থ্যালাসেমিয়া
5647. একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোনিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে?
- ২টি
- ৪টি
- ৩টি
- ৫টি
5648. কোন জিনের বৈশিষ্ট্যটি প্রথম বংশধরে প্রকাশ পায় না?
- প্রকট জিন
- এলিলিক জিন
- প্রচ্ছন্ন জিন
- সেন্ট্রোমিয়ার জিন
5649. অ্যাডেনিন ও গুয়ানিনকে কী বলে?
- অ্যাডেনিন
- পাইরিমিডিন
- পিউরিন
- গুয়ানিন
5650. বংশগতির ভৌত ভিত্তিকে কী বলে আখ্যায়িত করা হয়?
- সেন্ট্রোসোম
- নিউক্লিয়াস
- মাইটোকন্ড্রিয়া
- ক্রোমোজোম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-বংশগতি-ও-বিবর্তন - এসএসসি-জীববিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 565"