জীবের-বংশগতি-ও-বিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 563
5621. কোনটি প্রোটিন সংশ্লেষণ করে?
- CNA
- DNA
- TMA
- DCM
5622. মি. সোহেলের ক্রোমোজোম কোনটি?
- XY
- XXX
- XX
- YY
5623. লিউকোমিয়া রোগে কোন অঙ্গটি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে?
- যকৃত
- কিডনি
- হৃৎপিন্ড
- বৃক্ক
5624. সাধারণত প্রতি ১০ জনে কত পুরুষ কালার ব্লাইন্ড হতে দেখা যায়?
- ৩ জন
- ১ জন
- ২ জন
- একাধিক
5625. DNA replication পদ্ধতিতে কোন বন্ধন ভেঙে আলাদা হয়?
- হাইড্রোজেন
- সিগমা
- পাই
- আয়নিক
5626. Watson ও Crick কে কোন কাজের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়?
- DNA অণুর double helix বর্ণনার জন্য
- টিস্যুর আণুবীক্ষণিক বর্ণনার জন্য
- অণুবীক্ষণ যন্ত্র তৈরির জন্য
- পেনিসিলিন আবিষ্কারের জন্য
5627. ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুন্ন রাখে কোনটি?
- চুলের প্রকৃতি
- মুখের দাঁত
- চোখের রং
A,C
5628. গ্রীক Soma শব্দটির অর্থ কী?
- কোষ
- স্নায়ু
- দেহ
- মাথা
5629. Chromosome শব্দটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?
- জর্জেস ক্যুভিয়ে
- ক্যারেলোস লিনিয়াস
- ভালডেয়ার
- মালপিজি
5630. DNA টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমত কোনটি প্রয়োজন?
- জৈবিক নমুনা
- শুক্রাণু
- ডিম্বাণু
- ক্রোমোজোম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-বংশগতি-ও-বিবর্তন - এসএসসি-জীববিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 563"