জীবের-বংশগতি-ও-বিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 561
5601. থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে শিশু কোথা থেকে গ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে?
- মা
- বাবা
- মা ও বাবা উভয়
- পরিবার
5602. অনুজের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বস্তুটি –
- বংশগতির নিয়ন্ত্রক
- DNA-র সাথে সাজানো থাকে
- জননকোষের মূল উপাদান
A,B
5603. বংশপরম্পরাজনিত রোগ কোনটি?
- আর্থ্রাইটিস
- থ্যালাসেমিয়া
- জন্ডিস
- অস্টিওপেরিসেস
5604. মানবদেহে ক্রেমোজোমের সংখ্যা কত?
- ২২ জোড়া
- ২৩ জোড়া
- ১ জোড়া
- ১১ জোড়া
5605. কোনটি সেক্স-লিংকড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য?
- মূক বধিরতা
- থ্যালাসেমিয়া
- হিমোফিলিয়া
- বহুমূত্র
5606. কোনটি ক্রোমোজোমের প্রধান উপাদান?
- RNA
- mRNA
- DNA
- সেন্ট্রোসোম
5607. DNA এর প্যাঁচটি হয় ডান থেকে কোন দিকে?
- উপর
- নিচ
- বাম
- পাশে
5608. স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে কয়টি সেক্স-ক্রোমোজোম থাকে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ১টি
5609. বংশগতি বস্তুর অন্তর্ভুক্ত –
- ক্রোমোজোম
- জিন
- ডি এন এ ও আর এন এ
A,B,C
5610. মেন্ডেলের গবেষণালব্ধ উদ্ভিদটির নাম কী?
- মটরশুঁটি
- বরবটি
- তুলসী
- অর্জুন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবের-বংশগতি-ও-বিবর্তন - এসএসসি-জীববিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 561"