এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 533
5321. পনসের পৃষ্ঠীয় দেশে অবস্থিত খন্ডাংশটি কী?
- মেনেনজেস
- সেরিবেলাম
- সেরিব্রাল
- মেডুলা
5322. উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে-
- আলো ও উষ্ণতার প্রভাব লক্ষণীয়
- অক্সিন হরমোন অত্যন্ত জরুরি
- অ্যাবাসিসিক এসিড অত্যন্ত জরুরি
A,B
5323. কান্ডের আলোর দিকে চলনকে কী বলে?
- নেগেটিভ ফটোট্রপিজম
- পজিটিভ ফটোট্রাপিজম
- নেগেটিভ জিওট্রপিজম
- পজিটিভ জিওট্রপিজম
5324. অ্যাক্সনের মূল অক্ষের আবরণীটির নাম কী?
- মায়োলিন
- পনস
- অ্যাক্সলেমা
- মেনিনজেস
5325. কর্টেক্সের রং কিরূপ?
- লাল
- ধূসর
- হলুদ
- সাদা
5326. ফল গঠনে কোন হরমোন ব্যবহৃত হয়?
- জিবেরেলিন
- অক্সিন
- ভার্নালিন
- ইথিলিন
5327. স্নায়ুতন্ত্রের পরিচালক কোনটি?
- সুষম্না কান্ড
- মেরুরজ্জু
- মস্তিষ্ক
- সুষম্না স্নায়ু
5328. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
- ইনসুলিন
- থাইরক্সিন
- থাইমক্সিন
- থাইরোট্রপিন
5329. গোনাড গ্রন্থির ক্ষেত্রে-
- যৌন আচরণ নিয়ন্ত্রণ করে
- পরিণত পুরুষে টেস্টোস্টেরন নিঃসরণ করে
- পরিণত স্ত্রীতে ইস্ট্রোজেন নিঃসরণ করে
B,C
5330. পারকিনসন রোগের চিকিৎসা-
- ইনসুলিন গ্রহণ
- ফিজিওথেরাপী গ্রহণ
- পরিমিত খাদ্য গ্রহণ
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-জীববিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 533"