এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 532
5311. উদ্ভিদের অঙ্কুরিত বীজকে কী প্রদান করা হলে তাদের ফুল ধারনের সময় এগিয়ে আসে?
- তাপ
- চাপ
- শৈত্যে
- পানি
5312. প্রতিটি নিউরন কতিটি প্রধান অংশ নিয়ে গঠিত?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
5313. মাদকাসক্তি কুফলের ক্ষেত্রে-
- মানসিক ক্ষতি
- শারীরিক ক্ষতি
- সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি
A,B,C
5314. স্ত্রী জনন অঙ্গ থেকে নিঃসৃত হরমোন কী?
- ইস্ট্রোজেন
- টেস্টোস্টেরন
- ইনসুলিন
- প্রোর্যাকটিন
5315. নিচের কোনটি পারকিনসন রোগের চিকিৎসা?
- নির্দিষ্ট মাত্রার ঔষধ
- ফিজিওথেরাপি
- কেমেরাথেরাপি
- অ্যাকুপাংচার
5316. কোনটি ফল পাকাতে সাহায্য করে?
- অক্সিন
- জিবেরেলিন
- ইথিলিন
- সাইটোকাইনিন
5317. নালিবিহীন গ্রন্থি রস কী?
- হরমোন
- এনজাইম
- অগ্ন্যাশয় রস
- পিত্তরস
5318. তুমি বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করবে-
- অক্সিন
- জিবেরেলিন
- সাইটোকাইনিন
A,B
5319. কোনটিকে মৃগী রোগ বলা হয়?
- প্যারালাইসিস
- পারকিনসন
- এনসেফলাইটিস
- এপিলেপসি
5320. কিসের কারণে প্রাণী তার কার্যকলাপ বা আচরণের পরিবর্তন করে থাকে?
- এনজাইম
- হরমোন
- প্রোটিন
- লসিকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-জীববিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 532"