এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 503
5021. বঙ্গভঙ্গ রদের ফলে কোন সম্প্রদায় খুশি হয়?
- মুসলমান
- হিন্দু
- বৌদ্ধ
- খ্রিস্টান
5022. বেঙ্গল প্যাক্ট অনুসারে সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা কত ভাগ চাকরি সংরক্ষিত থাকবে?
- 25
- 35
- 45
- 55
5023. যেটি কিছু উন্নতি, অগ্রগতি সবকিছুই ছিল কলকাতার মধ্যে সীমাবদ্ধ। এ কথাটির যথার্থতা বিশ্লেষণে বলা যায়-
- অকুণ্ড সমর্থন করা
- পূর্ব বাংলার উন্নতি ব্যহত
- জাতীয় দুযোর্গ সৃষ্টি
- ব্রিটিশ আন্দোলন দমন
5024. মহাত্মা গান্ধী কত সালে শুরু করেন আইন অমান্য আন্দোলন?
- 1930
- 1933
- 1935
- 1937
5025. যে কারণে ব্রিটিশ মন্ত্রিসভা একজন সদস্যকে ভারত সচিব নিযুক্ত করা হয়-
- মহারাজাকে সাহায্য করার জন্য
- মহারানীকে সাহায্য করার জন্য
- জেনারেল ভাইসরয়কে সাহায্য করার জন্য
5026. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে কিসের কথা বলা হয়েছে?
- পাঞ্জাব ও বাংলা ভাগের
- ভারত ও পাকিস্তান ভাগের
- ভারত ও বাংলা ভাগের
- বাংলা ও আসাম ভাগের
5027. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন স্থানের ডেপুটি মেয়র নির্বাচিত হন?
- কলকাতার
- আগরতলার
- আগ্রার
- নয়াদিল্লির
5028. দিয়া মনে করে, স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক হচ্ছে-
- ধর্মীয় দিক
- রাজনৈতিক দিক
- সামাজিক দিক
- অর্থনৈতিক দিক
5029. বাংলা চুক্তি কী নামে খ্যাত?
- সিমলা চুক্তির
- বাংলা চুক্তির
- ইংরেজ চুক্তির
- পাকিস্তানি চুক্তির
5030. সিপাহী বিদ্রোহের সামরিক কারণ হচ্ছে-
- ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মাঝে বৈষম্য
- ভূমি রাজস্বনীতি
- ভারতীয় সেনাদের কম সুযোগ সুবিধা প্রদান
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-9 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 503"