এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 498
এসএসসি বাংলাদেশের ইতিহাস | 4971. মাহমুদ হোসেন ছিলেন একজন অসাধারণ প্রতিভাধর ব্যক্তি। তিনি কয়েকজন যুবককে নিয়ে নবীন যুবসংঘ নামে একটি জোট গঠন করেন। এই জোটের অন্যতম লক্ষ্য ছিল সনাতনী হিন্দুধর্মীয় পন্থী ও গোঁড়া খ্রিস্টানধর্মীয় পন্থীদের সকল কুসংস্কার সমাজ থেকে দূরীভূত করা। তাছাড়া সমাজের উন্নয়নে আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া।মাহমুদ হোসেনের সাথে ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তির মিল বিদ্যামান?
- রাজা রামমোহন রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- লুই হেনরি ডিরোজিও
- ড. মোহাম্মদ শহীদুল্লাহ
4972. উক্ত ব্যক্তি পত্রিকাগুলোর সম্পাদনা করেন-
- পার্থেনন
- হিসপাবাস
- ইস্ট ইন্ডিয়া
A,B,C
4973. অনুচ্ছেদের উল্লিখিত চরিত্রের অন্যতম অনুসারী ছিলেন-
- রাধানাথ শিকদার
- প্যারিচাঁদ মিত্র
- রামতনু লাহিড়ী
A,B,C
4974. সূর্যসেনের দলের সঙ্গে যুক্ত হন কোন নারী যোদ্ধা?
- তারামন বিবি
- লক্ষী বাঈ
- সেতারা বেগম
- প্রীতিলতা
A,C
4975. ‘ভারত ছাড়’ আন্দোলনের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস - 8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 498"