এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 478
4771. কোম্পানি মুঘল সম্রাটের নিকট থেকে বছরে কত টাকার বিনিময়ে দেওয়ানী লাভ করে?
- 240000
- 260000
- 2800000
- 290000
4772. আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে ক্ষমতা অর্পণ করেন কেন?
- তার পুত্র অযোগ্য ছিল
- মোগল সম্রাটের চাপে
- দৌহিত্রকে খুব ভালোবাসতেন
- নিজের পুত্র সন্তান ছিল না বলে
4773. ইংরেজ ও ফরাসি সংঘর্ষে ফরাসিদের পরাজয়ের কারণ-
- ইংরেজদের ষড়যন্ত্র
- ইংরেজদের কূটকৌশল
- ইংরেজদের উন্নতি রণকৌশল
A,B,C
4774. অন্ধকূপ হত্যা নামে মিথ্যা কাহিনী কে প্রচার করে?
- হলওয়েল
- রবার্ট ক্লাইভ
- ওয়াটসন
- হান্টার
4775. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে-
- কর্ণফুলী
- করতোয়া
- সুরমা
- ভাগীরথী
4776. ‘আ’ ও ‘ক’ ছিলেন ‘জ’ এর দৌহিত্র। ‘আ’ ও ‘ক’ কোন চরিত্রকে সমর্থন করছে-
- শওকত জং
- রাজবল্লভ
- সিরাজউদ্দৌলা
A,C
4777. ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?
- রাজা দ্বিতীয় চার্লসের
- সুবেদার শাহসূজার
- শায়েস্তা খানের
- আহমেদ শাহের
4778. ‘ক’ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষার জন্য ‘গ’ নামক ব্যবস্থার অবসান ঘটান। ‘গ’ এর সাথে সাদৃশ্য রয়েছে-
- দ্বৈতশাসন ব্যবস্থা
- সুবেদারি ব্যবস্থা
- দিওয়ানি পদ
- নায়েব পদ
4779. ফররুখ শিয়ারের ফরমানকে ব্রিটিশ কোম্পানির মহাসনদ বলা হয় কেন?
- এর মাধ্যমে কোম্পানি জমিদার স্বত্ত লাভ করে
- এর দ্বারা অবাধ বাণিজ্যের অনুমতি লাভ করে
- রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায়
- এর মাধ্যমে কলকাতা শহরের অধিপতি হয়
4780. ওলন্দাজদের সাথে ইংরেজদের বিরোধ ঘটে কোন কারণে?
- ব্যবসা-বাণিজ্য নিয়ে
- সিংহাসন নিয়ে
- শাসনতন্ত্র নিয়ে
- ধর্মীয় কারণে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 478"