এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 455
4541. কোনিটি মধ্যযুগে বাংলায় ভাষা ও সাহিত্য বিকাশের অন্যতম রচনা করেন?
- ব্রাহ্মণদের উদারতা
- সুলতানগণের উদারতা
- জনগণের আগ্রহ
- ব্রাহ্মণ শ্রেণির পৃষ্ঠপোষকতা
4542. মধ্যযুগে অভিজাত ব্যক্তিগণ কী খেলতে পছন্দ করতেন?
- দাবা
- ফুটবল
- ক্রিকেট
- চৌগান
4543. মধ্যযুগে হিন্দুরা বিভিন্ন সামাজিক রীতিনীতি পালন করত। বর্তমানকালের রক্ষণশীল হিন্দুসমাজের লোকেরাও বিভিন্ন রীতিনীতি পালন করে থাকে। নিচের কোন ক্ষেত্রে উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে?
- জন্ম
- বিবাহ
- মৃত্যু
A,B,C
4544. বাংলার কৃষিভূমি কোন ধরনের?
- অনুর্বর
- অস্বাভাবিক উর্বর
- মরুময়
- অগ্নিময়
4545. মধ্যযুগে বাংলার উল্লেখ্যযোগ্য কৃতিত্ব ছিল-
- পাটের তৈরি বস্ত্রের
- রেশমের তৈরি বস্ত্রের
- তুলার তৈরি বস্ত্রের
A,B,C
4546. মধ্যযুগে বাঙালি বণিকেরা তুলা আমদানি করতো কোথা থেকে?
- কাশ্মীর
- গুজরাট
- দিল্লি
- আহমেদাবাদ
4547. মধ্যযুগের হিন্দু সমাজে কোনটি কঠোরভাবে পালিত হতো?
- দুর্গাপূজা
- সরস্বতী পূজা
- নববর্ষ
- বর্ণপ্রথা
4548. মুসলমানদে বর্ষপঞ্জী অনুসারে কোন দিনকে নববর্ষ হিসেবে পালন করা হয়?
- বৈশাখের প্রথম দিন
- জানুয়ারির প্রথম দিন
- মুহররমের প্রথম দিন
- রমজানের প্রথম দিন
4549. মুললিন বস্ত্র তৈরির প্রাণকেন্দ্র ছিল-
- ঢাকা
- কুমিল্লা
- নোয়াখালী
- রাজশাহী
4550. মধ্যযুগের বাংলার কোন শিল্পের চাহিদা বিদেশে বেশি ছিল?
- রেশম
- লোহা
- বস্ত্র
- আকরিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 455"