এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 447
4461. বখতিয়ার কর্তৃক বিহার জয়ের পর সেন সামাজ্য কেমন ছিল?
- আনন্দ-উল্লাসে
- গভীর ভীতিতে
- আতঙ্কে
- ধুমধামে
4462. টাকায় আট মণ চাল পাওয়া যেত কোন সুবাদারের আমলে?
- ইসলাম খান এর
- ওসমান খান এর
- শায়েস্তা খান এর
- মীর জুমলার
4463. মুঘল শাসন বেশিদূর বিস্তৃত হতে না পারায় ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
- সেনাদের বাধা
- বাঙালিদের বাধা
- ইংজেরদের বাধা
- বার ভূইয়াদের বাধা
4464. ইওজ খলজির মৃত্যুর পর ১২৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত কতজন শাসক বাংলা শাসন করেন?
- বারো জন
- তেরো জন
- চৌদ্দ জন
- পনের জন
4465. হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোনটি একটি উজ্জ্বল প্রচেষ্টা?
- ভণ্ড পীরের আরাধনা
- সত্য পীরের আরাধনা
- ভগবানের আরাধনা
- শ্রীকৃষ্ণের আরাধনা
4466. মধ্যযুগের কোন যুগকে পরবর্তী ইলিয়াস শাহি বংশের শাসন বলা হয়?
- গিয়াসউদ্দিন আজম শাহ-এর পরবর্তী সময়
- রাজা গণেশ ও তার বংশধরদের পতনের পর
- লোদীদের পরবর্তী শাসন
- হাবসিদের পরবর্তী শাসন
4467. নূর কুতুব-উল-আলম কেন জৌনপুরের সুলতানকে বাংলায় আমন্ত্রণ জানান?
- রাজ্য বিস্তারের জন্য
- হিন্দুদের হত্যা করার জন্য
- বাংলা দখল করার জন্য
- মুসলমানদের রক্ষা করার জন্য
4468. ইলিয়াস শাহ কত সালে ফিরোজাবাদের সিংহাসন আরোহণ করেন?
- ১৩৪২ সাল
- ১৩৪৬ সাল
- ১৩৫০ সাল
- ১৩৫৫ সাল
4469. ইলিয়াস শাহ আযম থেকে রারানসী পর্যন্ত রাজসীমা বিস্তার করেছিলেন-
- দিল্লির সম্রাটকে পদানত করার জন্য
- সমগ্র বাংলাকে একত্রিকরণের জন্য
- সমগ্র বাংলার অধিপতি হওয়ার জন্য
B,C
4470. বখতিয়ার বিভিন্ন স্থানে দুর্গ নির্মাণ করেন। কারণ-
- রাজ্য রক্ষার জন্য
- বিজয়ের প্রতীকী রক্ষার জন্য
- ইসলাম প্রচারের জন্য
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 447"