এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 420
4191. বাংলায় জাতিভেদ প্রথা চালু হওয়ার কারণ কী?
- বাংলায় দ্রাবিড়দের দীর্ঘকাল বসবাস
- বাংলায় কুষানদের দীর্ঘকাল বসবাস
- বাংলায় নিষাদদের দীর্ঘকাল বসবাস
- বাংলায় আর্যদের দীর্ঘকাল বসবাস
4192. কোন যুগে বিষ্ণু,শিব, পার্বতী প্রভৃতি দেব-দেবীর পূজা করা হয়?
- পাল যুগ
- সেন যুগ
- গুপ্ত যুগ
- মৌর্য যুগ
4193. কোন সম্রাটের সময় সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?
- জাহাঙ্গীরের
- শাহজাহানের
- আকবরের
- আওরঙ্গজেবের
4194. উপমহাদেশের ইতিহাসে পাহাড়পুরের মন্দিরের গুরুত্ব অপরিসীম যে কারণে-
- স্থাপত্য শিল্পের গভীর প্রভাব
- বার্মা ও জাভার বহু প্রাচীন মন্দিরের অনুকরণে তৈরি
- কারুকার্যের আধিক্য
A,B,C
4195. বৌদ্ধ ও জৈন ভিক্ষুদের ধর্ম প্রচারকে স্থাপত্য কর্ম বলা চলে না যে কারণে-
- ইট-পাথরের কাঠামোর উপর বাঁশ দিয়ে বিহার ও সংঘরাম তৈরি হতো বলে
- ইট-পাথরের উপর কাঠ দিয়ে তৈরি বিহার ও সংঘরাম হতো বলে
- বিহার ও সংঘরামগুলো কারুকার্যময় ছিল বলে
A,B
4196. মঙ্গোলীয়দের কী বলা হতো?
- কিরাত জাতি
- অস্ট্রিক জাতি
- দ্রাবিড় গোষ্ঠী
- সাঁওতাল
4197. বাংলায় বৌদ্ধ ও জৈন ভিক্ষুরা কীভাবে ধর্ম প্রচার করতেন?
- স্থাপত্যের নিদর্শন দিয়ে
- বিহার ও সংঘরাম তৈরি করে
- প্রাচীন শিলালিপির মাধ্যমে
- সোমপুর বিহারে মাধ্যমে
4198. বিশ্বখ্যাত মসলিন কাপড় বাংলায় তৈরি হয় কোন সময় থেকে?
- মধ্য যুগ
- আধুনিক যুগ
- প্রস্তর যুগ
- প্রাচীন যুগ
4199. আর্যরা কত শতকের মধ্যে এদেশে বসতি স্থাপন শেষ করেছিল?
- খ্রিস্টীয় প্রথম
- খ্রিস্টায় দ্বিতীয়
- খ্রিস্টীয় তৃতীয়খ
- খ্রিস্টীয় চতুর্থ
4200. উয়ারী-বটেশ্বর আবিস্কৃত ধবংসাবশেষ হতে ধারণা করা যায়-
- সভ্যতা ছিল নগর কেন্দ্রিক
- সভ্যতা ছিল ধর্ম কেন্দ্রিক
- সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক
- সভ্যতা ছিল সংস্কৃতি কেন্দ্রিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 420"