এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 391
3901. গোপালের সিংহাসন আরোহণ নিয়ে কে রুপকথার অবতারণা করেন?
- মৌখরী রাজা গ্রহবর্মণ
- বাংলার রাজা মগদাধি
- থানেশ্বর রাজা প্রভাকরবর্ধন
- তিব্বতের ঐতিহাসিক লামা তারনাথ
3902. ত্রি-শক্তির যুদ্ধের প্রথম যুদ্ধ হয় কোন কোন রাজার মধ্যে?
- ধর্মপাল ও বৎসরাজার
- বৎসরাজা ও গোপালের
- ধর্মপাল ও মহীপালের
- মহীপাল ও দেবপালের
3903. মাৎসান্যায় কী?
- পাল তাম্রশাসনে অরাজক সময়কাল
- নির্বাচিত রাজা
- দুঃখদুর্দশা থেকে মুক্তি লাভ
- সিংহাসন
3904. তারনাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য মোট কতটি শিক্ষাক্রম নির্মাণ করেন বা প্রতিষ্ঠা করেন?
- ৪০ টি
- ৪৫ টি
- ৫০ টি
- ৫৫ টি
3905. পাল শাসকদের শক্তি অনেকাংশে সামন্ত রাজাদের ওপর নির্ভর করত। কথাটি কি প্রমাণ করে?
- পাল রাজারা সামন্তদের অধীন ছিল
- পালদের তুলনায় সামন্ত রাজগণ শক্তিশালী ছিল
- সামন্তগণ পালদের অধীনস্ত ছিল
- সামন্তগণ শক্তিশালী ছিল বিধায় পালদের সহায়তা গ্রহণ করত
3906. শিল্পসাহিত্যর ক্ষেত্রে বাংলা উন্নতির চরম শিখরে আরোহণ করেছিলো কীভাবে?
- পণ্ডিতদের জন্য
- লক্ষণ সেনের বিদ্যোৎসাহীতার জন্য
- ঐতিহাসিকদের জন্য
- স্বাধীন রাজ্যের জন্য
3907. লক্ষণ সেনের সময়ে কবিরা যেসব কাব্য রচনা করে অমরত্ব লাভ করেন-
- আর্যসপ্তদশী
- গীতগোবিন্দ
- পবনদূত
A,B,C
3908. দ্বিতীয় মহীপালের কনিষ্ঠ ভ্রাতা রামপালের শাসনকাল কোনটি?
- ১০৮০-১১২২ খিষ্টাব্দ
- ১০৮২-১১২৪ খিষ্টাব্দ
- ১০৮৪-১১২৬ খিষ্টাব্দ
- ১০৮৬-১১২৮ খিষ্টাব্দ
3909. লালমাই পাহাড় প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল?
- লাল পাহাড়
- কালো পাহাড়
- রোহিতগিরি
- সোমপুর বিহার
3910. গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে কখন?
- চতুর্থ শতকে
- ষষ্ঠ শতকে
- পঞ্চদশ শতকে
- সপ্তম শতকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-3 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 391"