এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 341
3401. বীর মুক্তিযোদ্ধা তাহের কিসের আঘাতে পা হারান?
- গুলির আঘাতে
- বোমার আঘাতে
- গাড়ির আঘাতে
- ধারালো অস্ত্রের আঘাতে
3402. প্রেসিডেন্ট জেনারেল জিয়ার হত্যাকান্ডের পর সংবিধান অনুযায়ী কে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন?
- আবদুস সাত্তার
- জেনারেল এরশাদ
- আবু তাহের
- খন্দকার মোশতাক
3403. শাহ আজিজ মুক্তিযুদ্ধে কী ভূমিকা পালন করেন?
- বীরত্ব
- মুক্তিযোদ্ধা
- স্বাধীনতা বিরোধী
- মুক্তিযুদ্ধের সেবক
3404. চীনের সাথে বাংলাদেশের সর্ব প্রথম কবে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়?
- 1972
- 1973
- 1974
- 1975
3405. জনদল গঠিত হয়-
- সুবিধাবাদী দলগুলো নিয়ে
- দলছুট শক্তির কারণে
- জনসমর্থনহীনতার কারণে
A,B
3406. সায়েম সাহেব তার গ্রামের চেয়ারম্যানকে পরিবারসহ হত্যা করে ক্ষমতা দখল করে নেন। সায়েম সাহেবের সাথে মিল রয়েছে ইতিহাসের কোন ব্যাক্তির?
- জিয়াউর রহমান
- জেনারেল এরশাদ
- আবু তাহের
- খন্দকার মোশতাক
3407. এরশাদ কী নামে শিক্ষার্থী সংগঠন তৈরি করেন?
- নতুন বাংলা ছাত্রসমাজ
- বাংলাদেশ ছাত্রসমাজ
- জাতীয় পার্টি ছাত্রদল
- সমাজবাদী ছাত্রদল
3408. ১৯৭৫ সালের নভেম্বরের হত্যাকান্ড ছিল-
- নীলনকশার বাস্তবায়ন
- স্বাধীনতাবিরোধী দেশীয় ষড়যন্ত্র
- আন্তজার্তিক গোষ্ঠীয় ষড়যন্ত্র
A,B,C
3409. খন্দকার মোশতাক কত তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন?
- ১৫ আগস্ট
- ১৬ আগস্ট
- ১৭ আগস্ট
- ১৮ আগস্ট
3410. এরশাদ একটি রাজনৈতিক দলের প্রয়োজনীতা অনুভব করেন কেন?
- দেশ পরিচালনার জন্য
- গণতন্ত্রের জন্য
- দেশের উন্নয়নের জন্য
- ক্ষমতা দখলকে পাকাপোক্ত করার জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 341"