এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট- 171
1701. দেশের দ্রুত শিল্পায়ন নিশ্চিত করার জন্য সরকার কোন শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে?
- পাট শিল্প
- ক্ষুদ্র শিল্প
- মাঝারি শিল্প
- বৃহৎ শিল্প
1702. কোনটি নিম্ন আয়ের দেশ?
- মিশর
- শ্রীলঙ্কা
- কেনিয়া
- নাইজেরিয়া
1703. উন্নয়নশীল দেশগুলোর বৈশিষ্ট্য –
- দ্রুত শিল্পায়িত হচ্ছে
- শিক্ষা খাতে দ্রুত উন্নয়ন ঘটছে
- স্বাস্থ্য সেবার দ্রুত উন্নয়ন ঘটছে
- শিক্ষা খাতে দ্রুত অবনতি ঘটছে
A,B,C
1704. মোট দেশজ উৎপাদনে হিসাব করা হয় –
- ভৌগোলিক সীমানার মধ্যকার সকল উৎপাদন
- বিদেশে অবস্থানরত নাগরিকদের প্রেরিত অর্থ
- দেশে অবস্থানরত বিদেশি সংস্থার আয়
- স্থুল আভ্যন্তরীণ উৎপাদন
A,C
1705. বর্তমানে বাংলাদেশের কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে –
- উন্নত বীজ
- আধুনিক চাষ পদ্ধতি
- উন্নত সার
- ক্ষতিকর পতঙ্গ দমন
A,B,C
1706. আমাদের দেশে অর্থনীতিতে এখনো অন্যতম প্রধান খাত কী?
- কৃষি
- শিল্প
- ব্যবসায়
- সেবা
1707. অনুন্নত দেশে জনগণের বৃহত্তর অংশই বঞ্চিত হয় –
- শিক্ষা থেকে
- স্বাস্থ্য থেকে
- যোগাযোগ সেবা থেকে
- খাদ্য থেকে
A,B
1708. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কম ভূমিকার প্রভাব –
- যৌতুক প্রথার বৃদ্ধি
- পারিবারিক সহিংসতা
- অধিকসংখ্যক সন্তানের জন্মদান
- সামাজিক কুসংস্কার
B,C
1709. দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায় কোন হিসাব থেকে?
- জাতীয় আয়
- জাতীয় ব্যয়
- জাতীয় উৎপাদন
- নিট জাতীয় উৎপাদন
1710. কোন সংগঠন মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে বিভক্ত করেছে?
- জাতিসংঘ
- এশিয়া উন্নয়ন ব্যাংক
- বিশ্বব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এসএসসি বাংলা মডেল টেস্ট অনুশীলন
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট অনুশীলন
এসএসসি-বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট অনুশীলন
0 responses on "অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট- 171"