এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1172
11711. যেটি হয় হোক – কী প্রকাশক ভাব?
- আকাঙ্ক্ষা
- সাপেক্ষ
- অনুজ্ঞা
- নির্দেশক
11712. আদেশ, উপদেশ, নিষেধ- এগুলো ক্রিয়ার কোন ভাব?
- সাপেক্ষ ভাব
- অনুজ্ঞা ভাব
- নির্দেশক ভাব
- আকাঙ্ক্ষা ভাব
11713. কোন বাক্যে অনুক্ত ক্রিয়া আছে?
- তোমার মা কেমন আছেন
- আজ প্রচন্ড গরম পড়েছে
- অরণী লক্ষ্মী মেয়ে
- ঠান্ডা বাতাস বইছে
11714. আর কত খেলা খেলবে – এ বাক্যে খেলা –
- একটি ক্রিয়াপদ
- সমধাতুজ কর্ম
- অসমাপিকা ক্রিয়া
- দ্বিকর্মক ক্রিয়া
11715. এখন গোল্লায় যাও – কোন ক্রিয়ার উদাহরণ?
- যৌগিক ক্রিয়া
- মিশ্র ক্রিয়া
- প্রযোজক ক্রিয়া
- অসমাপিকা ক্রিয়া
11716. নির্দেশক ভাবের ক্রিয়া থাকে কোন ধরনের বাক্যে?
- প্রাথনামূলক
- প্রশ্নবোধক
- আদেশমূলক
- বিস্ময়সূচক
11717. কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়?
- মিশ্র ক্রিয়া
- যৌগিক ক্রিয়া
- সমাপিকা ক্রিয়া
- অসমাপিকা ক্রিয়া
11718. সাপুড়ে সাপ খেলায় বাক্যে প্রযোজ্য কর্তা কোনটি?
- সাপুড়ে
- সাপ
- উহ্য রয়েছে
- ব্যবহার নেই
11719. কোন বাক্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার করা হয়েছে?
- মাথা ঝিম্ ঝিম্ করছে
- এখন যেতে পার
- সাইরেন বেজে উঠল
- তিনি বলতে লাগলেন
11720. কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া আছে?
- এ নদীতে প্রচুর মাছ আছে
- আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে বের হব
- রূপকথার গল্প শোন
- তুমি কোথায় যাচ্ছ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1172"