এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 114
1131. খতিয়ানের আয়-ব্যয় হিসাবের মাধ্যমে কোনটি নির্ণয় করা সম্ভব?
- সম্পত্তি ও দায়
- সম্পত্তি ও আয়
- লাভ-ক্ষতি
- দেনা-পাওনা
1132. খতিয়ানের আধুনিক বা চলমান জের ছকে মোট ঘরের সংখ্যা-
- পাঁচটি
- ছয়টি
- সাতটি
- আটটি
1133. সময়ের শেষ তারিখের উদ্বৃত্ত পরবর্তী সময়ের ১ম তারিখে লেখা হয়-
- ব্যালেন্স B/D নামে
- ব্যালেন্স C/D নামে
- ব্যালেন্স B/I নামে
- কোনটিই নয়
A,C
1134. চারঘরা খতিয়ান ছক নামে পরিচিত খতিয়ানের-
- সনাতন ছক
- টি ছক
- আধুনিক ছক
- খ ও গ
1135. জাবেদা বই সংরক্ষণ করা কি?
- বাধ্যতামূলক
- আবশ্যক
- ঐচ্ছিক
- অপ্রয়োজনীয়
1136. ব্যবসায়ে খতিয়ানের গুরুত্ব বেশি কেন?
- হিসাবের পাকা বই বলে
- জাবেদা থেকে তৈরি হয় বলে
- সংক্ষিপ্ত বই বলে
- নির্ভরযোগ্য ও সঠিক তথ্য জানা যায় বলে
1137. কারবারের মূল খতিয়ান বই কোনটি?
- ব্যক্তিবাচক খতিয়ান
- দেনাদার খতিয়ান
- পাওনাদার খতিয়ান
- সাধারন খতিয়ান
1138. হিসাব চক্রে জাবেদার পরের ধাপ কোনটি?
- খতিয়ান
- রেওয়ামিল
- নগদান বই
- চূড়ান্ত হিসাব
1139. সমাপ্তি ব্যালেন্স খতিয়ানের একই পৃষ্ঠায় নিচের দিকে নিতে হলে কোন শব্দ সংক্ষেপে ব্যবহৃত হয়?
- সি/ডি
- সি/এফ
- বি/এফ
- বি/ও
1140. খতিয়ানকে কী বলে অভিহিত করা হয় না?
- হিসাবের পাকা বই
- হিসাবের প্রধান বই
- বিশেষ হিসাব বই
- সকল বইয়ের রাজা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""খতিয়ান" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 114"