বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 224
2231. ১৯৭৪ সাল থেকে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত কমেছে?
- ০.০৩ একর
- ০.০০৩ একর
- ০.০২ একর
- ০.০২৫ একর
2232. ভূমিকম্পের সময় জনসাধারণের করণীয় নিজেকে –
- চিন্তামুক্ত রাখা
- ধীরস্থির রাখা
- শান্ত রাখা
B,C
2233. ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূ-পৃষ্ঠস্থ স্থানের নাম কী?
- চ্যুতি
- কেন্দ্র
- উপকেন্দ্র
- উপত্যকা
2234. মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে –
- বাংলাদেশে
- ভারতে
- মায়ানমারে
A,B,C
2235. গ্রীষ্মকালে মায়ানমারে নিম্নচাপের সৃষ্টি হয় কেন?
- এ সময় সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে
- এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে
- এ সময় মায়ানমারে সূর্যের উত্তাপ কমে যায়
- এ সময় মায়ানমারের প্রাকৃতিক পরিবর্তন হয়
2236. বাংলাদেশে ভূমিকম্প বলয়ের কোনটি বিপজ্জনক?
- প্রথম বলয়
- দ্বিতীয় বলয়
- তৃতীয় বলয়
- চতুর্থ বলয়
2237. ভারতের জলবায়ু বিচিত্র হওয়ার কারণ কী?
- দেশটি সাগরবেষ্টিত তাই
- দেশটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে
- দেশটিতে নদ-নদী কম
- এটি বিশাল আয়তনের দেশ
2238. সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের –
- ক্যালিফোর্নিয়া
- জাপান
- আলাস্কা
B,C
2239. ভারতের মরু অঞ্চলের উত্তাপ কত ডিগ্রি সে. পর্যন্ত দেখা যায়?
- 23
- 27
- 43
- 4
2240. বর্ষাকালে বাংলাদেশে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় সংঘটিত হয়?
- পাবনায়
- ঢাকায়
- কুমিল্রায়
- শ্রীমঙ্গলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-ভূপ্রকৃতি-ও-জলবায়ু - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 224"