এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 69
681. ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?
- ধারে ক্রীত পণ্য ফেরত
- ধারে ক্রীত সম্পত্তি ফেরত
- নগদে ক্রীত সম্পত্তি ফেরত
- ক্রীত সম্পত্তি ফেরত
682. সম্পদ বৃদ্ধি ও হ্রাস পেলে যথাক্রমে কী ঘটবে?
- ক্রেডিট ও ডেবিট
- ডেবিট ও ডেবিট
- ক্রেডিট ও ক্রেডিট
- ডেবিট ও ক্রেডিট
683. স্বয়ংসম্পূর্ণ শব্দের অর্থ কী?
- আলাদা
- স্বতন্ত্র
- আলাদা ও স্বতন্ত্র
- সামঞ্জস্যহীন
684. ব্যবসায় কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে। এটি কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত?
- ব্যবসায়িক স্বত্তা অনুসারে
- হিসাবকাল ধারণা অনুসারে
- চলমান ধারণা অনুযায়ী
- দ্বৈত সত্তার নীতি অনুসারে
685. হিসাবের মোট ডেবিট সর্বদা মোট ক্রেডিটের সমান হয়, এই ধারণার ভিত্তিতে আমরা কী প্রস্তুত করি?
- হিসাব নীতি
- হিসাব বিশ্লেষণ
- হিসাব উপাত্ত
- হিসাব সমীকরণ
686. বৎসরান্তে বন্ধ করতে হয়-
- মুনাফা জাতীয় আয় হিসাব
- মুনাফা জাতীয় ব্যয় হিসাব
- উত্তোলন হিসাব
- কোনটিই নয়
A,B,C
687. খতিয়ানে প্রতিটি হিসাবের কী নির্ণীত হয়?
- ভারসাম্য
- ডেবিট উদ্বৃত্ত
- প্রারম্ভিক উদ্বৃত্ত
- উদ্বৃত্ত
688. ‘আর্থিক বিবরণী প্রস্তুতকরণ’ হিসাবচক্রের কোন স্তরে রাখা হয়?
- ৬ষ্ঠ স্তরে
- ৭ম স্তরে
- ৮ম স্তরে
- ৯ম স্তরে
689. আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয়-
- রেওয়ামিল
- সমন্বয় দাখিলা
- সমাপনী দাখিলা
- কার্যপত্র
690. হিসাব চক্রের ধাপ কয়টি?
- ১০টি
- ৯টি
- ৮টি
- ৭টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
0 responses on ""দুতরফা দাখিলা পদ্ধতি" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 69"