এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 67
661. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটি?
- ক্রয় বৃদ্ধি ডেবিট আয় হ্রাস ক্রেডিট
- ব্যয় বৃদ্ধি ডেবিট আয় হ্রাস ক্রেডিট
- সুবিধা গ্রহণকারী ডেবিট সুবিধা প্রদানকারী ক্রেডিট
- সুবিধা গ্রহণকারী ক্রেডিট সুবিধা প্রদানকারী ডেবিট
662. লেনদেন লিপিবদ্ধকরণে কোন দিকটি বিশ্লেষণ করা হয়?
- কেবলমাত্র একপক্ষ
- কেবলমাত্র ডেবিট পক্ষ
- কেবলমাত্র ক্রেডিট পক্ষ
- ডেবিট ও ক্রেডিট পক্ষ
663. কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে বলে-
- পাওনাদার
- দেনাদার
- কোনটিই নয়
- ক ও খ
664. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতির অন্তর্ভুক্ত-
- প্রত্যেকটি লেনদেনের ‘দাতা’ এবং ‘গ্রহীতা’ দুটি পক্ষ থাকবে
- গ্রহীতার হিসাব ‘ডেবিট’ এবং দাতার হিসাব ‘ক্রেডিট’ হবে
- লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অংকের সমান হবে
- সবগুলো
665. লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন?
- ১৪৯৪ সালে
- ১৫৯৪ সালে
- ১৬৯৪ সালে
- ১৭৯৪ সালে
666. কোন ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি সর্বাধিক জনপ্রিয়?
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়
- যৌথ মূলধনী ব্যবসায়
667. জাবেদা থেকে লেনদেনগুলো পৃথকভাবে উপযুক্ত বিভিন্ন শিরোনামে স্থানান্তর করে সংশ্লিষ্ট যে হিসাবে অন্তর্ভুক্ত করা হয় দুতরফা দাখিলা পদ্ধতিতে তাকে কী বলে?
- বিবৃতি
- খতিয়ান
- হিসাব
- প্রাথমিক বই
668. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলো প্রথমে লিপিবদ্ধ করা হয়-
- খতিয়ানে
- জাবেদায়
- জমা খরচ হিসাবে
- হিসাব বিবরণীতে
669. মি. ইমন পরবর্তী হিসাবকালের যাত্রা শুরূ করেন কোন নীতির কারণে?
- ব্যবসায় স্বত্বা নীতি
- রক্ষণশীলতার নীতি
- চলমান ধারণার নীতি
- সামঞ্জস্যতার নীতি
670. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে-
- সমীকরণ
- হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো
- চূড়ান্ত হিসাব
- খতিয়ান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""দুতরফা দাখিলা পদ্ধতি" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 67"