
হিসাববিজ্ঞান পরিচিতি
1. পরিবারের দৈনন্দিন বাজার খরচ কোন জাতীয় ব্যয়?
- মূলধন জাতীয় ব্যয়
- মুনাফাজাতীয় ব্যয়
- মোট ব্যয়
- নিট ব্যয়
2. পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে কোনটি ঘটে?
- আয় ও ব্যয় সমান হয়
- মূলধন বৃদ্ধি পায়
- আয়ের অতিরিক্ত ব্যয়ের কোনো সুযোগ থাকে না
- আয়ের অতিরিক্ত ব্যয় হয়ে থাকে
3. জনাব জাকির শিক্ষকতা করে মাসে ৮,৬০০ টাকা আর্ন করেন। এ ছাড়াও তিনি খাতা লেখে ৫০০ টাকা, টিউশনি করে ১,৫০০ টাকা, বাড়ি ভাড়া ৯০০ টাকা এবং অনুদান বাবদ ২,০০০ টাকা আর্ন করেন। জনাব জাকিরের পেশা হতে আর্ন কত টাকা?
- ১৩৫০০ টাকা
- ১১৫০০ টাকা
- ১০৬০০ টাকা
- ৮৬০০ টাকা
4. পারিবারিক হিসাব-নিকাশ কারো নিকট পেশ করতে হয় না বলে –
- কোনো জবাবদিহিতার প্রয়োজন হয় না
- কোনো দায়বদ্ধতা নেই
- পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না
A,B
5. জনাব মুশফিকুর রহমান তার পরিবারের স্বচ্ছলতার উদ্দেশ্যে পারিবারিক বাজেট প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি সর্বপ্রথম কোন কাজটি করবেন?
- দ্রব্যের মূল্য নির্ধারণ
- সম্ভাব্য আর্ন নির্ধারণ
- সম্ভাব্য ব্যয় নির্ধারণ
- চাহিদা ও গুরুত্ব অনুসারে দ্রব্যের তালিকাকরণ
6. পারিবারিক আয়ের ১০% – ১৫% কোন খাতে ব্যয় করা উচিত?
- খাদ্য খাতে
- বস্ত্র খাতে
- বাসস্থান খাতে
- শিক্ষা খাতে
7. কমলা বিক্রি করে কৃষকের যে আর্ন হয় তা তার নিকট কী জাতীয় আর্ন হিসাবে গণ্য হয়?
- মূলধনজাতীয় প্রাপ্তি
- পারিবারিক আয়
- নিয়মিত আয়
- মুনাফার অংশ
8. কোনটি পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য?
- পারিবারিক বাজেট
- পারিবারিক শৃঙ্খলা
- অমুনাফাভোগী প্রতিষ্ঠান
- পারিবারিক স্বচ্ছলতা
9. পারিবারিক বাজেট তৈরি হয় –
- সম্ভাব্য আয়ের ভিত্তিতে
- প্রকৃত আয়ের ভিত্তিতে
- সম্ভাব্য আর্ন ও ব্যয়ের ভিত্তিতে
- প্রকৃত আর্ন ও ব্যয়ের ভিত্তিতে
10. পারিবারিক দৃষ্টিকোণ থেকে মানুষের সুখের ঠিকানা কোনটি?
- সামাজিক বন্ধন
- পারিবারিক বন্ধন
- আত্মীয়তার বন্ধন
- বন্ধুত্বতার বন্ধন