এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 24
SSC হিসাববিজ্ঞান মডেল টেস্ট | 231. কোনটি মালিকানা স্বত্ব?
- মূলধন
- ব্যাংক জমাতিরিক্ত
- প্রদেয় বিল
- পাওনাদার
232. কোনটি বিশ্লেষণ করে একাধিক বছরের আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন সম্ভব?
- মোট লাভ বিশ্লেষণ
- নিট লাভ বিশ্লেষণ
- নগদ প্রবাহ বিশ্লেষণ
- অনুপাত বিশ্লেষণ
233. সমন্বয়ের লেনদেনকে আর্থিক বিবরণীতে কয়বার দেখাতে হয়?
- একবার
- দুবার
- তিনবার
- চারবার
234. হিসাবকাল ধারণা অনুযায়ী কোন হিসাব আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করতে হবে?
- আসবাবপত্র ক্রয়
- বকেয়া মজুরি
- বিনিয়োগের বকেয়া সুদ
- অগ্রীম প্রদত্ত বীমা সেলামি
235. কোনটি প্রত্যক্ষ খরচ?
- শুল্ক
- ভাড়া
- অফিস খরচ
- কমিশন
236. মি. ফারুকের রেওয়ামিলে শিক্ষানবিস সেলামি আছে ৪,০০০ টাকা যেটি ৫ বছরের জন্য পাওয়া গেছে। এটি সমন্বয়ের ফলে –
- মি. ফারুকের আয় হ্রাস পাবে
- ২০০ টাকা আয় হ্রাস পাবে
- ২০০ টাকা হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন হবে
- উপরের কোনটিই নয়
A,C
237. আর্থিক বিবরণীর সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?
- আটটি ভাগে
- সাতটি ভাগে
- পাঁচ ভাগে
- তিন ভাগে
238. পণ্য বিক্রয়লব্ধ অর্থ ব্যবসায়ে কী ধরনের আয়?
- পরোক্ষ আয়
- পরিচালন আয়
- মূল পরিচালন আয়
- অপরিচালন আয়
239. পাঠ্য বইতে আর্থিক বিবরণীর কোন ধাপটির আলোচনা করা হয়নি?
- বিশদ আয় বিবরণী
- মালিকানা স্বত্ব বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
- নগদ প্রবাহ বিবরণী
240. আর্থিক অবস্থার বিবরণীতে মোট দায়ের পরই কোনটি দেখানো হয়?
- সম্পত্তিসমূহ
- ব্যয়সমূহ
- মালিকানা স্বত্বের সমাপনী উদ্বৃত্ত
- দায়ের উদ্বৃত্ত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on "SSC হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 24"