স্থির-তড়িৎ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1404
14031. নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর আপেক্ষিক রোধ কীসের উপর নির্ভর করে?
- দৈর্ঘ্য
- প্রস্থাচ্ছেদের ক্ষেত্রফল
- উপাদান
- আয়তন
14032. অ্যামিটারে ব্যবহৃত গ্যালভানোমিটার কুন্ডলীর সাথে শান্ট যুক্ত থাকায় তুল্য রোধ কীরূপ হয়?
- বৃহৎ
- শূন্য
- স্বল্প
- অসীম
14033. যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে বলা হয়-
- তড়িৎ ধার
- তড়িৎ কোষ
- তড়িৎ ধারক
- তড়িৎ রোধক
14034. কোন নির্দিষ্ট পরিবাহকের দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর রোধ-
- দ্বিগুণ হবে
- অর্ধেক হবে
- এক-চতুথাংশ হবে
- চারগুণ হবে
14035. মিটার ব্রিজের সাহায্যে কী মাপা হয়?
- আধান
- প্রবাহ
- রোধ
- বিভব পার্থক্য
14036. নিচের কোনটি হতে তড়িৎ চালক শক্তি পাওয়া যায়?
- তড়িৎ কোষ
- রোধক
- ভোল্টমিটার
- চার্জহীন ধারক
14037. নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থাচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ঠ কোনো পরিবাহীর রোধকে বলা হয়-
- তুলোরোধ
- আপেক্ষিক রোধ
- মিশ্ররোধ
- একক রোধ
14038. পটেনশিওমিটারের কাঠের পাটাতনের উপর কোন তার থাকে?
- তামার
- লোহার
- ম্যাঙ্গনিনের
- নাইক্রোমের
14039. V বিভব পার্থক্য প্রয়োগে 1 প্রবাহমাত্রা সৃষ্টি হলে শক্তি রূপান্তরের হার কত?
- V1
- V21
- V12
- V1t
14040. কোনো খোলা বর্তনীতে তড়িৎ উৎসের দুই প্রান্তের বিভব পার্থক্য 2 v হলে ঐ কোষের তড়িচ্চালক শক্তি কত?
- 2v
- 4v
- 6v
- 8v
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "স্থির-তড়িৎ - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1404"