তাপগতিবিদ্যা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1375
13741. সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধানকে সমান কতভাবে ভাগ করা হয়েছে?
- 100
- 180
- 212
- 273
13742. কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে পড়লে 100 পার্থক্য হয়?
- -27.50C ও – 17.50F
- -27.50C ও – 1300F
- -900C ও – 17.50F
- -900C ও – 17.50F
13743. কোন চক্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন তৈরি করা যায়?
- জুলের চক্র
- কার্নোর চক্র
- মেয়ারের চক্র
- কেলভিনের চক্র
13744. স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে কোন উষ্ণতামিতিক ধর্ম কাজে লাগানো হয়?
- গ্যাসের চাপ
- গ্যাসের আয়তন
- গ্যাসের অণুর গতিশক্তি
- গ্যাসের প্রকৃতি
13745. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তি –
- বৃদ্ধি পেতে পারে
- স্থির থাকে
- হ্রাস পেতে পারে
13746. তাপমাত্রা পরিমাপে উপযোগী পদার্থের ধর্ম কোনটি?
- কৈশিক নলে তরল স্তম্ভ
- কৃষ্ণতায় পাত
- অর্ধপরিবাহক পদার্থ
- স্থির আয়তনে গ্যাসের চাপ
13747. কোন প্রক্রিয়ায় দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয়?
- প্রত্যাবর্তী
- অপ্রত্যাবর্তী
- সমোষ্ণ
- রূদ্ধতাপীয়
13748. থার্মোকাপল দ্বারা কী পরিসরের তাপমাত্রা পরিমাপ করা যায়?
- -2500C থেকে 13000C
- -2000C থেকে 15000C
- -2700C থেকে 15000C
- -500C থেকে 3000C
13749. কোন প্রক্রিয়ার সম্মুখ ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী?
- প্রত্যাবর্তী
- অপ্রত্যাবর্তী
- সমোষ্ণ
- সমআয়তন
13750. এনট্রপি তাপ সঞ্চালনে কী নির্দেশ করে?
- মান
- মান ও দিক
- দিক
- মান ও সময়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "তাপগতিবিদ্যা এইচএসসি পদার্থবিজ্ঞান কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1375"