বাংলাদেশের-বৈদেশিক-নীতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1056
10551. পৃথিবীর প্রায় সকল স্বাধীন ও সর্বাভৌম রাষ্ট্র কোন সংগঠনের সদস্য?
- জাতিসংঘ
- কমনওয়েলথ
- ওপেক
- ন্যাম
10552. বাংলাদেশে সমীক্ষা অনুযায়ী ইভটিজারদের কত ভাগ ছাত্র?
- ৩০ ভাগ
- ৩১ ভাগ
- ৩২ ভাগ
- ৩৪ ভাগ
10553. বাংলাদেশের যে গণমাধ্যমগুলো গুরুত্বের সাথে দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে তা হলো-
- ফটো মিডিয়া
- ইলেকটট্রনিক মিডিয়া
- প্রিন্ট মিডিয়া
B,C
10554. গবেষণা অনুযায়ী বাংলাদেশে ক্রয়ক্রত খাদ্যদ্রব্যের কত ভাগ ভেজাল?
- ৫০ ভাগ
- ৬০ ভাগ
- ৬৫ ভাগ
- ৭০ ভাগ
10555. ধর্মীয় অনুশাসন মেনে চললে কোন রোগের প্রাদৃর্ভাব অনেক কমে যায়?
- কলেরা
- এইডস
- ক্যান্সার
- ডায়ারিয়া
10556. প্রতিবন্ধীদের প্রতিভার বিকাশ ঘটাতে পারলে তারা কী হিসেবে গণ্য হবে?
- বোঝা
- ক্ষতিগ্রস্ত
- সৃজনশীল
- সম্পদ
10557. প্রতিবন্ধী শব্দের ইংরেজী শব্দ কী?
- Disablity
- Disable
- Dispass
- Discount
10558. প্রতিবছর কোন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়?
- ৩ ডিসেম্বর
- ৫ ডিসেম্বর
- ৭ ডিসেম্বর
- ১০ ডিসেম্বর
10559. বিংশ শতাব্দীর মাঝামাঝিতে কিসের কারণে গ্রিন হাউজ গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পেয়েছিল?
- মানুষের শ্বাস-প্রশ্বাস
- যানবাহন ধোঁয়া
- শিল্পকারখানা
- গাছপালা
10560. কিসের ফলে বাংলাদেশ অপুষ্টি সমস্যা প্রকট সম্মুখীন হচ্ছে?
- খাদ্যে ভেজাল
- জনসংখ্যা বৃদ্ধি
- অস্বাস্থ্যকর পরিবেশ
- ঘনবসতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-বৈদেশিক-নীতি - এইচএসসি-পৌরনীতি-2-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1056"