বাংলাদেশের-বৈদেশিক-নীতি – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1050
10491. ১৯৭১ সালে কয় মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়?
- ৯ মাস
- ৭ মাস
- ৬ মাস
- ৩ মাস
10492. বাংলাদেশ সার্ক প্রতিষ্ঠায় কী ধরনের ভূমিকা পালন করেছিল?
- উপদেষ্টার
- অংশীদারীর
- বন্ধুত্বের
- উদ্যোগের
10493. OIC-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
- ৫৫টি
- ৫৬টি
- ৫৭টি
- ৫৮টি
10494. কত সালে ডাম্বারটন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয়?
- ১৯৪২ সালে
- ১৯৪৩ সালে
- ১৯৪৪ সালে
- ১৯৪৫ সালে
10495. Organisation of Islamic Conference-এর সংক্ষিপ্ত রূপ হলো-
- OICE
- OFIC
- OEC
- OIC
10496. কিসের ভিত্তিতে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে তৈরী পোশাক রপ্তানি করছে?
- জিডিপি
- জিএসপি
- জেএসপি
- জিএনপি
10497. বিভিন্ন চুক্তি স্বাক্ষরেরে মাধ্যমে উন্নয়শীল দেশকে কোন ধরনের জিএসপি সুবিধা দেওয়া হয়?
- সাধারণ জিএসপি
- জিএসপি প্লাস
- ইবিত্র জিএসপি
- ইব জিএসপি
10498. কত সালে ইম্পিরিয়াল সম্মেলন থেকে কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয়?
- ১৯২৬ সালে
- ১৯২৭ সালে
- ১৯৩২ সালে
- ১৯৩৭ সালে
10499. বাংলাদেশ বৈদেশিক নীতির ক্ষেত্রে জোটের সাথে সম্পর্ক স্থাপন করে না-
- ধর্মীয় জোট
- অর্থনৈতিক জোট
- সামরিক জোট
- আঞ্চলিক জোট
10500. বাংলাদেশ পৃতিবীর কততম বৃহত্তম মুসলিম রাষ্ট্র?
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-বৈদেশিক-নীতি - এইচএসসি-পৌরনীতি-2-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1050"