বাংলাদেশের-স্বাধীনতা-লাভ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 987
9861. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা কোনটি?
- ১ম দফা
- ২য় দফা
- ৩য় দফা
- ৬ষ্ঠ দফা
9862. পাকিস্তানের সংবিধান প্রণয়নের পূর্বে কোনটি কেন্দ্রীয় আইনসভা হিসেবে কাজ করে?
- মন্ত্রিসভা
- সচিবালয়
- গণপরিষদ
- পার্লামেন্ট
9863. ১৯৫৪ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও কোন দল বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি?
- কংগ্রেস
- জনতা পার্টি
- মুসলিম লীগ
- যুক্তফ্রন্ট
9864. ১৯৬৯ সালে কয়টি বিরোধী দল মিলে গণতান্ত্রিক সংগ্রাম কমিটি গঠন করা হয়?
- ৭টি
- ৮টি
- ১০টি
- ১১টি
9865. যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় কত সালে?
- ১৯৫২ সালে
- ১৯৫৩ সালে
- ১৯৫৪ নালে
- ১৯৫৬ সালে
9866. সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষধ গঠিত হয়-
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি
- ১৯৪৮ সালের ১১ মার্চ
- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি
- ১৯৫২ সালের ১৬ মার্চ
9867. আমরা হিন্দুা বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ কে বলেছিলেন?
- শেখ মুজিবুর রহমান
- ড. মোহাম্মদ শহীদুল্লাহ
- ধীরেন্দ্রনাথ দত্ত
- কাজী গোলাম মাহবুব
9868. ১৯৬৬ সালের ৬ দফার প্রথম দফায় যেসব দাবি নিহিত ছিল তা হলো-
- যুক্তরাষ্ট্রীয় সরকার হবে সংসদীয় প্রকৃতির
- সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে
- আইনসভাগুলোর সার্বভৌম থাকবে
A,B,C
9869. কত তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয়?
- ১০ মার্চ
- ১০ এপ্রিল
- ১০ মে
- ১০ জুন
9870. পাকিস্তান সৃষ্টির পর কোন সংগঠন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়?
- তমুদ্দুন মজলিস
- মুসলিম লীগ
- জনতা পার্টি
- জাতীয় কংগ্রেস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বাংলাদেশের-স্বাধীনতা-লাভ - এইচএসসি-পৌরনীতি-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 987"