পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 980
9791. ১৯৫৪ সালের যক্তফ্রন্ট সরকার কয় মাস স্থায়ী ছিল?
- ৮ মাস
- ৬ মাস
- ৩ মাস
- ১ মাস
9792. বাঙালিরা কোন মামলাকে আইয়ুব খানের হীন ষড়যন্ত্রে বলে আখ্যা দেয়?
- কুর্মিটোলা মামলা
- আগরতলা মামলা
- শেখ মুজিবুর রহমান
- ভাষা নিয়ে হামলা
9793. শেরে বাংলা এ.কে. ফজলুল হক কোন পার্টির নেতৃত্ব দিয়েছিলেন?
- কৃষক শ্রমিক পার্টি
- আওয়ামী পার্টি
- মুসলিম পার্টি
- আওয়ামী মুসলিম লীগ
9794. ইসলামি প্রজাতন্ত্র বলতে কী বোঝায়?
- মাওলানাদের নির্ধারিত আইনের দেশ
- কুরআন ও সুন্নাহভিত্তিক আইনের দেশ
- মুসলিম শাসকের দেশ
- অধিক মুসলিম অধ্যুািষত দেশ
9795. পাকিস্তান সৃষ্টির পর কোন দুটি অঞ্চলের মধ্যে নানা বিষয়ে বৈষম্য বিদ্যমান ছিল?
- উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান
- পূর্ব বাংলা ও লাহোর
- পূর্ব বাংলা ও অ্যাবেটাবাদ
- পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান
9796. কোন সংবিধানে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান বলে ঘোষণা করা হয়?
- ১৯৫২ সালের সংবিধান
- ১৯৫৪ সালের সংবিধান
- ১৯৫৬ সালের সংবিধান
- ১৯৫৮ সালের সংবিধান
9797. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন-
- মাওলানা আব্দুল রশিদ তর্কবাগীশ
- হোসেন শহিদ সোহরাওয়ার্দী
- এ.কে ফজলুল হক
- মওলানা ভাসানী
9798. ১৯৫৬ সালের পাকিস্তানি সংবিধান অনুযায়ী প্রাদেশিক আইনসভা কয় কক্ষবিশিষ্ট ছিল?
- দ্বিকক্ষ
- এক কক্ষ
- তিন কক্ষ
- চার কক্ষ
9799. যে স্তরের মানুষ স্বাধীন বাংলা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়ে ওঠে তারা হলেন-
- ছাত্র-শিক্ষকরা
- আইনজীবীরা
- শিল্পীরা
A,B,C
9800. পাকিস্তানের সামরিক বাহিনীতে মে. পাকিস্তান সামরিক বাহিনীর ব্রিগোডিয়ার পদে ছিলেন?
- ৬ জন
- ৫ জন
- ৪ জন
- ৩ জন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "পাকিস্তান-থেকে-বাংলাদেশ - এইচএসসি-পৌরনীতি-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 980"