পাকিস্তান-থেকে-বাংলাদেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 972
পাকিস্তান থেকে বাংলাদেশ | 9711. ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করে কারা?
- ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্ব
- ভারতীয় চরমপন্থী নেতৃত্ব
- ইউরোপীয়রা
- বাঙালি নেতৃবৃন্দ
9712. স্বপন তার দেশের সরকারের কার্যক্রমে ক্ষুদ্ধ হয়ে অস্ত্রাগার লুন্ঠন করে অনেক অস্ত্র নিয়ে যায়। এতে সরকারও ক্ষুদ্ধ হয়ে স্বপনকে গ্রেফতার করে ফাঁসি দেয়। ফলে সরকারবিরোধী চেতনা আরও বেগবান হয়।উদ্দীপকের স্বপন ঐতিহাসিক কোন ব্যক্তির স্মৃতিকে উদ্ভাসিত করেছে?
- সূর্যসেন
- প্রীতিলতা সেন
- নওসর আলী
- সুরাত আলী
9713. উদ্দীপকের ঘটনাটি সংঘটিত হয় কোন শাসনামলে?
- উপনিবেশিক শাসনামলে
- ব্রিটিশ শাসনামলে
- পাকিস্তান শাসনামলে
- জাতীয় পার্টির শাসনামলে
9714. ইউরোপ থেকে ভারত উপমহাদেশে আসার জলপথ আবিষ্কৃত হয় কখন?
- ১৪০০ সালে
- ১৪৯৮ সালে
- ১৫০০ সালে
- ১৫৯৮ সালে
9715. ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস পাঞ্জাব প্রদেশে আসন লাভ করেছিল-
- ৩১টি
- ৪১টি
- ৫১টি
- ৬১টি
9716. কত সালে নবাব সিরাজউদ্দৌল্লা বাংলার সিংহাসনে আরোহণ করেন?
- 1757
- 1857
- 1862
- 1885
9717. নেহেরু রিপোর্ট-এর অন্যতম সুপারিশ ছিল-
- ভারতে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির সংবিধান রচনা করতে হবে
- মৌলিক অধিকারকে স্বীকৃতি দিতে হবে
- ভারতবর্ষে একটি সর্বোচ্চ আদালত গঠন করতে হবে
A,B,C
9718. কোনটি দ্বৈতশাসনের হস্তান্তরিত বিষয়?
- শিক্ষা
- রাজস্ব
- বিচার
- ভূমি
9719. লর্ড মর্লে ছিলেন-
- ভারতের সচিব
- ব্রিটিশ সবিচ
- ভারতের গভর্নর
- ইংল্যান্ডের গভর্নর
9720. ১৯১৯ সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য হলো-
- ভারতে দ্বিকক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা
- উচ্চকক্ষের নাম রাষ্ট্রীয় সভা
- নিম্নকক্ষের নাম ব্যপস্থাপক পরিষদ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "পাকিস্তান থেকে বাংলাদেশ - এইচএসসি পৌরনীতি - 2 - 2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 972"